Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সানি লিওনের মোমের মূর্তি


২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৬

সানি লিওনের মোমের মূর্তি

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

‘আমি খুবই খুশি এবং নিজের মূর্তি দেখে আপ্লুত। অনেক মানুষ মিলে অনেকটা সময় কাজ করে আমার মূর্তিটাকে যথাযথ আকার দিয়েছে। ওদের পরিশ্রম সত্যিই অতুলনীয়। সত্যিই এটা একটা দারুণ অনুভূতি। আমাকে এই অনন্য সন্মানে ভূষিত করায় আমি আপ্লুত।’

দিল্লির মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি দেখে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গেলো মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) নিজের মোমের মূর্তি উদ্বোধন করেন বলিউডের এই আবেদনময়ী নায়িকা। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। খবর ভারতীয় গণমাধ্যমের।


আরও পড়ুন :  মামলায় জড়িয়ে সিনেমার নাম পরিবর্তন


সানি লিওন সোশ্যাল মিডিয়ায় একটি ক্যপাশনযুক্ত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আজকের অন্যান্য সমস্ত ছবি শেয়ার করার আগে দিল্লির মাদাম তুসোতে মোমের আমাকে দেখে নিন।’

দিল্লির মাদাম তুসোয় আগেই অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান, অনিল কাপুর, মধুবালা এবং দীপিকা পাডুকোনের মোমের মূর্তি স্থাপিত হয়েছে।

এদিকে স্ত্রী’র মোমের মূর্তি স্থাপিত হওয়ায় আনন্দিত স্বামী ড্যানিয়েল ওয়েবর। তিনি এক শুভেচ্ছাবার্তায় সানি লিওনকে উদ্দেশ্য করে লেখেন, ‘সানি লিওনের জন্য আমি কতটা খুশি ও গর্বিত তা বলার কোনও ভাষা আমার জানা নেই। এবার থেকে চিরকাল তুমি মাদাম তুসোয় থাকবে। আমাদের চলার পথে যত বাধা এসেছে আমরা সমস্ত অতিক্রম করতে পেরেছি।’

বলিউডে পা রাখার আগে সানি ছিলেন নীল দুনিয়ার রানী। পূজা ভাটের হাত ধরে তিনি বলিউডে আসেন। সম্প্রতি ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামের একটি ওয়েব সিরিজ প্রচারিত হচ্ছে। যেখানে সানি লিওনের জীবনের নানা ঘটনার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  আসছেন ক্যাপ্টেন মারভেল


সারাবাংলা/আরএসও/পিএম

মাদাম তুসো মোমের মূর্তি সানি লিওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর