এতো ‘সন্তান’ আইসল্যান্ডের!
২৩ জুন ২০১৮ ১৮:০৮ | আপডেট: ২৩ জুন ২০১৮ ১৮:১৩
।।সারাবাংলা ডেস্ক।।
বিশ্বকাপে প্রথমবার এসেই চমকে দিয়েছে আইসল্যান্ড। মাত্র আট বছরেই অসাধারণ ফুটবল নিদর্শন দেখিয়ে র্যাঙ্কিংয়ে ২২’এ লাফ দিয়েছে ইউরোপের ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। ২০১৬ ইউরোতে পর্তুগালকে রুখে দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দেয়া আইসল্যান্ডের আরেকটি ‘বিশেষ’ দিক চমকে দেয়ার মতো।
‘সন্তানে’ ভরা আইসল্যান্ড! ভুল পড়ছেন না। সন্তানের ইংরেজি আভিধানিক শব্দ ‘সন’। তিন লাখের একটু বেশি জনসংখ্যার শীতপ্রধান এই দেশটির স্কোয়াডের একজন বাদে সব ফুটবলারের নামের শেষে ‘সন’ আছে। এমনকি কোচের নামের শেষেও সেই সন আছে।
দেখে নিন আইসল্যান্ডের স্কোয়াডঃ
গোলরক্ষক : হ্যানেস থর হ্যালডরসন (রেন্ডার্স, ডেনমার্ক), রুনার অ্যালেক্স রুনারসন (নর্ডসজায়েল্যান্ড, ডেনমার্ক), ফ্রেডেরিক স্ক্রাম (রোজকিল্ডে, ডেনমার্ক)। ডিফেন্ডার : ক্যারি আরনার্সন (অ্যাবার্ডিন, স্কটল্যান্ড), অ্যারি ফ্রেয়ার স্কুলাসন (লোকেরিন, বেলজিয়াম), বিরকির মার সায়েভারসন (ভ্যালুর), এসভেরির ইনগি ইনগাসন (রোস্তভ, রাশিয়া), হোর্ডার ম্যাগনাসন (ব্রিস্টল সিটি, ইংল্যান্ড), হোলমার ওর্ন আইজলফসন (লেভস্কি সোফিয়া, বুলগেরিয়া), র্যাগনার সিগার্ডসন (রোস্তভ, রাশিয়া)।
মিডফিল্ডার : জোহান বার্গ গুডমান্ডসন (বার্নলে, ইংল্যান্ড), বিরকির জারনাসন (অ্যাস্টন ভিলা), অ্যারনর ইংভি ট্রস্টাসন (মালমো, সুইডেন), এমিল হ্যালফ্রেডসন (উদিনেস, ইতালি), জিলফি সিগার্ডসন (এভার্টন, ইংল্যান্ড), ওলাফুর ইঙ্গি স্কুলাসন (কারাবুক্সপর, তুরস্ক), রুরিক জিলাসন (সান্ধাউসেন, জার্মানি), স্যামুয়েল ফ্রিডজনসন (ভ্যালেরাঙা, নরওয়ে), অ্যারোন গানারসন (কার্ডিফ সিটি, ওয়েলস)।
ফরোয়ার্ড : আলফ্রেড ফিনবোগাসন (অগসবার্গ, জার্মানি), বোজর্ন বার্গম্যান সিগার্ডাসন (রোস্তভ, রাশিয়া), জন দ্যাদি বোদভার্সন (রিডিং, ইংল্যান্ড), আলবার্ট গুডমান্ডসন (পিএসভি, নেদারল্যান্ডস)।
কোচঃ হেইমির হ্যালগ্রিমসন
চমকের উপহার দিয়ে বিশ্বকাপও শুরু করেছিল আইস্যাল্যান্ড। প্রথম ম্যাচে দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে রুখে দিয়েছে দেশটি। তবে, পরের ম্যাচে নাইজেরিয়ার কাছে হেরে গেছে দুই গোলে। অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তিন পয়েন্টের জন্য খেলবে ইউরোপের দলটি। জিতলে নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা তো আছেই। সেটা হয়েও যেতে পারে। যদি আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে হারে বা ড্র করে। তবে জিততে হবে আইসল্যান্ডকে।
আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার উপকার করলো নাইজেরিয়া
সারাবাংলা/জেএইচ