Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রমাণ হলো এই পিচেও রান ওঠে, বাংলাদেশিরাও বড় বড় ছক্কা মারতে পারে: ফাহিম

শামিম হোসেন শিশির, স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৯

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০ ম্যাচ শেষ। ঢাকার প্রথম পর্ব এবং সিলেট পর্ব শেষ। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এখন পর্যন্ত বিপিএল অনেক প্রত্যাশাই পূরণ করেছে, বিশেষ করে মাঠের ক্রিকেটের। বেশিরভাগ ম্যাচেই দুইশর আশেপাশে রান হয়েছে। ২০ ম্যাচের আট ইনিংসে ছাড়িয়েছে দুইশর ঘর । সেঞ্চুরি হয়েছে ৫টি। বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জয়ের ঘটনা দেখা যাচ্ছে নিয়মিত। অর্থাৎ টি-টোয়েন্টিতে রানের উৎসব আর উত্তেজনার যেমন প্রত্যাশা থাকে বিপিএলে এখন পর্যন্ত সেটা দেখা গেছে ভালোভাবেই। মাঠে দর্শকও আসছে, গ্যালারি ভড়া থাকতে দেখা যাচ্ছে। অবশ্য অনেক বিদেশি বড় তারকা নেই বলে টুর্নামেন্টের জৌলুস কিছুটা কম মনে হচ্ছে। তবে সেটাকে আবার দেশি ক্রিকেটারদের জন্য প্রমাণের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে কেমন হচ্ছে এবারের বিপিএল? বিপিএলের খুঁটিনাটি প্রশ্নে সারাবাংলা ডটনেটে’র সঙ্গে কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম

বিজ্ঞাপন

প্রশ্ন: সব মিলিয়ে কেমন হচ্ছে এবারের বিপিএল?

নাজমুল আবেদিন: বিপিএল ভালো হচ্ছে। বিপিএলে মাঠের খেলাটা ভালো হচ্ছে। কারণ উইকেট এবার অনেক ভালো। আমাদের সম্ভবনাময়ী ক্রিকেটার যারা, তারা ভালো করছে। সে হিসেবে বলতে হবে বিপিএল ভালো হচ্ছে। বিপিএল শেষে আমরা হয়ত বলতে পারব এই বিপিএল থেকে আমাদের খেলোয়ড়দের লাভ হয়েছে, তারা হয়ত অনেক কিছু নিতে পেরেছে এখান থেকে।

প্রশ্ন: বিপিএল শুরুর আগে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছিল এবারের বিপিএল হবে ‘নতুন আঙ্গিকে’। কি কি নতুনত্ব এসেছে?

নাজমুল আবেদিন: নতুনত্ব বলতে আমরা এবার টিকিট সিস্টেমে নতুনত্ব এনেছি। অনলাইনে টিকিট দিচ্ছি। কতটা টিকিট সেল হচ্ছে সেটা আমরা দেখতে পারছি। তাতে টিকিট থেকে ভালো একটা আয় হচ্ছে। বিপিএল শেষে আমরা দেখতে পারব কতটা আয় হলো। এছাড়া দর্শকদেরকে আমরা আগের চেয়ে বেশি সুবিধা দিতে পারছি খেলার মাঠে। মাঠের বাইরে আরও অনেক কিছুই করছি আমরা।

প্রশ্ন: টিকিট নিয়ে শুরুতে একটা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল…

নাজমুল আবেদিন: শুরুতে কিছুটা ঘটনা ছিল, টিকিট ইস্যু নিয়ে। অবশ্য পরে আমরা সেসব সমাধান করেছি। ওসব নিয়ে আর তেমন কোনো সমস্যা নেই। বিপিএলে শুরু থেকেই মাঠ ভর্তি মানুষ থাকছে, মানুষের উৎসাহ থাকছে। প্লেয়াররাও উৎসাহ নিয়ে খেলছে।

প্রশ্ন: নামিদামী বিদেশি ক্রিকেটার খুব বেশি নেই এবার…

নাজমুল আবেদিন: এটা অবশ্য ঠিক যে নামিদামি বড় কোনো ক্রিকেটারকে দেখা যাচ্ছে না এবারের টুর্নামেন্টে। তবে বড় তারকারা নেই বলে আমাদের লোকাল ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে। তারা ম্যাচ জেতাচ্ছে, শিখতে পারছে। তবে হ্যাঁ, বড় মানের প্লেয়ার অনেক থাকলে তাদের কাছ থেকে দেশি ক্রিকেটাররা শিখতেও পারত এবং ‍টুর্নামেন্টকে আরও রঙিন করত।

বিজ্ঞাপন

প্রশ্ন: এবার অনেক রান হচ্ছে তাতে বাউন্ডারি ছোট করাটাকে একটা কারণ বলা হচ্ছে…

নাজমুল আবেদিন: আমি আজকেও খবর নিয়েছি যে বাউন্ডারি ৬৫ মিটার মতো থাকছে সেন্টার থেকে। ৬৫ মিটার কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড। এর চেয়ে বড় হলে হয়ত ভালো হতো তবে এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। তবে আমরা মনে হয় না বাউন্ডারি কম হলে ছয়-চার কম হতো। কারণ আমরা এবার যত বড় বড় ছয় দেখছি, যেমন ব্যাটিং দেখছি তাতে বাউন্ডারি বড় হলে ছয়-চার কম হতো বলে মনে হয় না।

প্রশ্ন: এবার প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান হচ্ছে। কিন্তু বহু বছর ধরে বলা হতো, দেশের পিচে রান ওঠে না, বড় রানের পিচ করা সম্ভব হয় না…

নাজমুল আবেদিন: আমরা এতোদিন যে বলে আসছি যে আমাদের দেশের উইকেট বড় রান করার মতো না, উইকেটে রান ওঠে না, রানের পিচ তৈরি করা যায় না। এসব আসলে ভুল কথা, এবার তা প্রমাণিত হয়েছে। সেই একই পিচে কিন্তু এবার অনেক রান উঠছে। তাছাড়া আমাদের ব্যাটারদের ক্ষেত্রে বলা হয় তারা শারীরিকভাবে বিদেশিদের মতো শক্তিশালী নয়, আকাড়ে অনেক বড় না এবং সে জন্য ছক্কা হাঁকাতে পারে না। ২০০ রানের স্কোর আমাদের পক্ষে করা সম্ভব না। এই কথাটা সম্ভবত আমরা ভুল প্রমাণিত করতে পারলাম। আমি মনে করি প্রতিটা টুর্নামেন্টেরই একটা স্বার্থকতা থাকা দরকার। এবারের বিপিএলে স্বার্থকতা হবে এই যে আমাদের ছেলেরা ২০০ রান করছে এবং ২০০ রান চেজ করতে গিয়েও পিছপা হচ্ছে না। শেষ ২ ওভারে ৩০ রান লাগলেও সেটাতে হাল ছেড়ে দিচ্ছে না। আমার মনে হয় এসবই আমাদের ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল আবেদিন ফাহিম বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর