ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ‘বোলার’ সাকিব
১৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০০:৪০
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে ঘোষণাটা এসেছিল আগেই। কাউন্টি ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে ইসিবির অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। আইসিসির নিয়ম বলছিল, এর প্রভাবে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না এই বাঁহাতি স্পিনার। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) রাতে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণায় জানাল, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন বোলার সাকিব। তবে ব্যাটার হিসেবে খেলতে কোনো বাধা নেই।
বিসিবি জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে ইসিবি কতৃক তাদের অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর প্রভাবে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং একইসাথে আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। তবে বাংলাদেশের ঘরোয়া
মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। আইসিসির ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
বিসিবি এই ব্যাপারে বলেছে, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের ১১.৩ বিধি অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য তাদের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য ক্রিকেট ফেডারেশনের অধীনে ঘরোয়া ক্রিকেটেও সেই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপিত হয়। এক্ষেত্রে সেই বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলেই সেটা কার্যকর হয়। আলাদা করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।
বিসিবি আরো জানিয়েছে, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের ১১.৪ বিধিমতে, সাকিব শীঘ্রই আইসিসি স্বীকৃত বোলিং টেস্টিং সেন্টারে পরীক্ষা দেবেন। সেই পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে সাকিব আগামীতে ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন কিনা। এই ব্যাপারে সাকিব, আইসিসি এবং ইসিবির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিসিবি।
ইংল্যান্ডে গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে যান সাকিব। সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৬৩ ওভার বল করে ৯ উইকেট নেন তিনি। সমারসেটের কাছে সারের সেই হারা ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। আম্পায়ারদের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে গত ০২ ডিসেম্বর সাকিবকে ইসিবি থেকে ডাকা হয় বোলিং অ্যাকশনের জন্য পরীক্ষা দিতে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানায়, ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে পরীক্ষা দিয়েছেন সাকিব। গত ১০ ডিসেম্বর হাতে পাওয়া সেই পরীক্ষার ফলাফলে সাকিবের বোলিংয়ে ত্রুটি পেয়েছে ইসিবি। সেদিন থেকেই ইংল্যান্ডে বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন সাকিব। যদিও তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে প্রায় মাসখানেক পর।
লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে দেয়া পরীক্ষায় চার ওভার বল করেছেন সাকিব। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রীর বেশি বেঁকে গেলে সেই বোলারের অ্যাকশনকে ত্রুটিপূর্ণ ধরা হয়। যেহেতু সাকিব নিষিদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে বলা যায় ডেলিভারির সময় তার কনুই ১৫ ডিগ্রীর চেয়ে বেশিই বেঁকেছে। যদিও এখনো জানা যায়নি তার কনুই ঠিক কত ডিগ্রী বাঁকা হয়েছে পরীক্ষায়।
সারাবাংলা/জেটি