Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দলনে নিহত রিকশাচালকের পরিবারকে নিজের পুরস্কার দেবেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদশে। এর আগে পাকিস্তানকে কখনোই টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। সেই বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে পরপর দুই টেস্টে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে। ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে সিরিজসেরার পুরস্কার উঠেছে মেহেদি হাসান মিরাজের হাতে। সিরিজসেরা পুরস্কারের প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহত রিকশাচালকের পরিবারকে দিতে চান মিরাজ।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে সিরিজসেরার পুরস্কার নেওয়ার পর নিজের অভিব্যক্তি প্রকাশের সময় এমন কথা বলেছেন মিরাজ। বাংলাদেশের তরুণ অলরাউন্ডার বলেন, ‌‘আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্য সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেকে শহীদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই।’

বিজ্ঞাপন

দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে ১৫৫ রান করার সঙ্গে ১০টি উইকেট নিয়েছেন মিরাজ। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৬ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়ছিল বাংলাদেশ। সেখান থেকে লিটন দাসের সঙ্গে মিরাজের বীরত্বগাথা একটা জুটির কল্যাণে শেষ পর্যন্ত ২৬২ রানে গিয়ে থেমেছে বাংলাদেশ। লিটন-মিরাজের সেই জুটিটাই বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে।

মিরাজ পুরস্কার হাতে বলেছেন, এই মুহূর্তটি ভোলার মতো নয়, ‘প্রথমে আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই। যিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি সত্যিই খুব আনন্দিত। প্রথমবারের মতো দেশের বাইরে আমি সিরিজসেরা হয়েছি। আমি সত্যিই অনেক আনন্দিত। দলের সবাই আমার পারফরম্যান্স নিয়ে খুবই আনন্দিত। তারা সবাই অনেক সমর্থন দিয়েছে। আমি খুবই আনন্দিত। এই মুহূর্তটি কখনোই ভুলব না।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর