লিটন-মিরাজ বীরত্বে বাংলাদেশের ২৬২
১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৯
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২৭৪ রানের জবাব দিতে নেমে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ! টেস্টে লজ্জার রেকর্ড তখন ডাকছিল বাংলাদেশকে। বীরত্ব গাথা এক রেকর্ড জুটিতে সেই বাংলাদেশকে ২৬২ রানে নিয়ে গেলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৬২ রানে। অর্থাৎ ২৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা সফরকারীরা পাকিস্তানের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ করল!
সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রান তুলেছেন লিটন-মিরাজ। সপ্তম উইকেটে রেকর্ড জুটি এটা। মেহেদি হাসান মিরাজ ৭৮ রান করে ফিরলেও লিটন দাস খেলেছেন ১৩৮ রানের ঝকঝকে একটা ইনিংস। তার কল্যাণেই লিডের কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ।
আজ রোববার (১ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে বিনা উইকেটে ১০ রান নিয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে সকালের পিচে তারপর যেন মড়ক লাগল বাংলাদেশের ইনিংসে!
দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ নিমিসেই ৬/২৬ হয়ে পড়ল! টেস্টের বাংলাদেশকে তখন লজ্জার রেকর্ড ডাকছিল। সেখান থেকে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ যেভাবে ঘুরে দাঁড়ালেন সেটা অনেকটা কাব্যিক।
মিরাজ খেলেছেন কিছুটা আক্রমণাত্মক ক্রিকেট, লিটন ছিলেন সহজাত। দুজনের ব্যাটিংয়ে মনেই হয়নি যে কঠিন চাপে বাংলাদেশ। এর মধ্যেই টেস্ট ক্যারিয়ারে টানা তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন মিরাজ। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি পেলেও পেতে পারেন।
খুররাম শাহজাদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সেই সম্ভবনা সত্য হতে দেননি। রেকর্ড জুটি গড়ে ফেরার আগে ১২৪ বল খেলে ১২টি চার ১টি ছয়ে ৭৮ রান করেছেন মিরাজ।
মিরাজ থামলেও লিটন দাস সেঞ্চুরির আগে থামেননি। ১৮ ইনিংস পর তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ দিকে পেসার হাসান মাহমুদের কাছ থেকে দারুণ সঙ্গ পেয়েছেন লিটন। উইকেটে মাটি কামড়ে পরে থাকা হাসানের একটা সময় স্কোর ছিল ২৬ বলে ১ রান! শেষ পর্যন্ত ৫১ বলে ১৩ রান করে ফেরা হাসান লিটনকে নির্ভার রাখার চেষ্টা করে গেছেন।
লিটন সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন দারুণভাবে। শেষ পর্যন্ত ২২৮ বল খেলে ১৩টি চার ৪টি ছক্কায় ১৩৮ রান করে ফিরেছেন লিটন। দলীয় ২৬২ রানে নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন লিটন। বাংলাদেশও থেমেছে সেই ২৬২ রানেই। পাকিস্তানের হয়ে পেসার খুররাম শাহজাদ ৬ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন সালমান আগা ও মির হামজা।
সারাবাংলা/এসএইচএস