Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাওয়ালপিন্ডিতে লিডে চোখ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ২২:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৭

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছিল বাংলাদেশ। সেই লিডটাই পরে ম্যাচ জয়ের বড় নিয়ামক হয়েছে। শেষ পর্যন্ত ১০ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও তাই লিডে নজর বাংলাদেশের।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লিড পাওয়ার রাস্তাটা অবশ্য তৈরি করেই রেখেছেন বোলাররা। মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট ও তাসকিন আহমেদের তিন উইকেটে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে এই রাওয়ালপিন্ডিতেই প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলেছিল বাংলাদেশ। ফলে লিডের ভালো সম্ভবনাই তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাসকিন বলেছেন, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পাওয়া যাচ্ছে। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারা দিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।’

বোলিংয়ে বাংলাদেশ দুর্দান্ত শুরুটা পেয়েছে তাসকিন আহমেদের হাত ধরে। ইনিংসের প্রথম ওভারেই আবদুল্রাহ শফিককে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। প্রথম ওভারের প্রথম পাঁচটি বলই রেখেছিলেন বাইরে। ষষ্ঠ বলটি অফস্ট্যাম্পের বাইরে ফেলে দ্রুত ট্রার্ন করান ভেতরের দিকে।

আবদুল্লাহ শফিকের ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হাতে স্ট্যাম্পে। দীর্ঘ ১৫ মাস পর টেস্টে ফেরা তাসকিনের জন্য এই উইকেটটা ছিল স্বপ্নের মতো। দিন শেষে তাসকিন বলছিলেন, পরিকল্পনা করেই আউট করেছেন শফিককে।

বিজ্ঞাপন

তাসকিন বলেন, ‘এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভেতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছ।’

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা গেছে বৃষ্টির পেটে। আজ দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৭.১ ওভার। তাতে পাকিস্তান গুটিয়ে গেছে ২৭৪ রানে। মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পরে বিনা উইকেটে ১০ রান তুলে দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর