তাসকিনের শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান
৩১ আগস্ট ২০২৪ ১৩:২০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ ১৩:৫৩
টস জিতে বোলিং করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠেছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৯৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রাহ তাসকিনের ওই উইকেটটিই।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনে একটা বলও মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনে টস হলে তাতে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফেরা তাসকিনের হাতেই নতুন বল তুলে দিয়েছিলেন শান্ত। তারপর রীতিমতো মোহিত করেছেন তাসকিন।
তাসকিনের করা ইনিংসের প্রথম পাঁচ বল থেকে রান নিতে পারেননি পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক। ওভারের ষষ্ঠ বলটা ফেলেছিলেন অফস্ট্যাম্পের বাইরে। সেটা সুইং করে শফিকের ব্যাট ও প্যাডের ফাঁক গলে সোজা আঘাত হানল স্ট্যাম্পে, বোল্ড! স্বপ্নের এক ডেলিভারিতে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাসকিন।
তবে এরপর সামলে নিয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ তিনে নেমে জুটি বাঁধেন অপর ওপেনার সায়েম আইয়ূবের সঙ্গে। নতুন বলে ভুগলেও থিতু হওয়ার পর বাংলাদেশি পেসারদের ভালো পরীক্ষায় নিয়েছেন দুজন।
সায়েম আইয়ূব রয়েসয়ে খেললেও তিনে নেমে শান মাসুদ অনেকটা ওয়াানডে স্টাইলে রান তুলেছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় ৬২ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন মাসুদ। ফর প্রান্তে ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত আইয়ূব।
সারাবাংলা/এসএইচএস