পাকিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন
৩১ আগস্ট ২০২৪ ১০:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ ১০:৪৩
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক বদলি নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
তরুণ পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে ডাকা হয়েছে অপর অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ইনজুরি কাটিয়ে উঠাতে ওপেনিংয়ে পরিবতর্নের একটা কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেদিকে হাটেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
এদিকে, পাকিস্তানের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। দুই তারকা পেসার নাসিম শাহ ও শাহিন আহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের বদলে একাদশে ঢুকেছেন স্পিনার আবরার আহমেদ ও পেসার মির হামজা।
উল্লেখ্য দুই দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট এটা। রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হয়েছিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা। তাতে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিকি, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবার আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আবরার আহমেদ, মির হামজা, মোহাম্মদ আলী, খুররাম শাহজাদ।
সারাবাংলা/এসএইচএস