Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি হাথুরুসিংহে অধ্যায় শেষ হচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২২:৫৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ০১:৫৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। লংকান এই কোচ সে পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় হতে হচ্ছে হাথুরুসিংহেকে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ অনেক আগে থেকেই প্রকাশ্যে হাথুরুসিংহের সমালোচনা করে আসছেন। হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছেন, এমন কথাও বলেছেন তিনি। সেই ফারুক আহমেদ ঘটনাক্রমে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

বিজ্ঞাপন

সভাপতির দায়িত্ব নিয়েও ফারুক আহমেদ বলেছেন, হাথুরুসিংহেকে নিয়ে তার মূল্যায়ন আগের মতোই আছে। অর্থাৎ বাংলাদেশের কোচ হিসেবে লংকান এই কোচকে উপযুক্ত লোক মনে করেন না তিনি। নতুন বোর্ড সভাপতির এই কথার পরই হাথুরুর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। দিন যতো যাচ্ছে ততোই যেন পরিস্কার হচ্ছে- হাথুরুর বিদায়ের সময়টা বেশিদূরে নয়!

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বৈঠক করেছে বিসিবির পরিচালনা পর্যদ। বৈঠকে বিভিন্ন প্রসঙ্গের মধ্যে হাথুরুসিংহের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে প্রায় সব পরিচালকই সম্মত হয়েছেন দ্রুত সময়ের মধ্যে হাথুরুসিংহেকে বিদায় করানো হোক। চুক্তি অনুযায়ী লংকান এই কোচকে চুক্তি শেষ হওয়ার আগে বিদায় করতে হলে তিন মাসের বেতন দিয়ে দিতে হবে। আজ বৈঠকে পরিচালকরা বলেছেন, সেই ক্ষতিপূরণ দিয়েই হাথুরুকে বিদায় করা হোক।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান ফারুক আহমেদের কথায় সেটা ফুটেও উঠল। এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজ চলাকালে হেড কোচ নিয়ে কথা বলতে নারাজ বিসিবি প্রধান। তবে এটাও ইঙ্গিত দিয়েছেন, অল্প সময়ের মধ্যেই বিষয়টি খোলাসা করবেন।

বিজ্ঞাপন

ফারুক আহমেদ বলেছেন, ‌‘টেস্ট ম্যাচের (চলতি পাকিস্তান সিরিজ) মাঝে কিছু করতে চাই না, এখন সফরের মাঝখানে। বোর্ড প্রধান হয়ে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়।’ তার পরে এটাও বলেছেন, ‘তার মানে এই না যে কোন সময়ই করতে পারব না।’

‘বাংলাদেশ ক্রিকেটের কতটা ক্ষতি হয়েছে, ওইটা আমরা ভালো করে দেখে একটা সিদ্ধান্ত নেব। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন।’ বলেছেন বিসিবির নতুন বস ফারুক আহমেদ।

যাকে নিয়ে এতো আলোচনা সেই হাথুরুসিংহেও নিশ্চয় জানেন বিষয়টি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আজ কথাও বলেছেন হাথুরু। এক প্রশ্নের উত্তরে বলেছেন, বিসিবির নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন তিনি। হাথুরুসিংহে বলেছেন, ‌‘নতুন নেতৃত্ব ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে, এটা আমি বুঝি। আমি তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি।’

সারাবাংলা/এসএইচএস

চন্ডিকা হাথুরুসিংহে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর