যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব-তামিম
২৮ আগস্ট ২০২৪ ২০:৫০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ০৩:৫২
বিভিন্ন ঘটনা প্রবাহে অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। দেশের সরকার পরিবর্তনের পর থেকেই তামিমের মাঠে ফেরার আলাপ শোনা যাচ্ছিল। এবার জানা গেল ঠিক কবে নাগাদ মাঠে দেখা যাবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। আগামী অক্টোবরের শুরুতে মাঠে ফিরছেন তামিম।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের অধীনে টি-টেন টুর্নামেন্ট সিক্সটি স্ট্রাইকার্সে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। তামিম নিজেই জানিয়েছেন এই তথ্য। আগামী অক্টোবরের ৪ তারিখে শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।
এদিকে, একই টুর্নামেন্ট খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অপর সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। তবে একই সময়ে বাংলাদেশের ভারত সিরিজ বলে সাকিবের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তামিম ইকবালকে বলতে শোনা গেছে, আমি ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নেব, যা শুরু হবে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। আমি বাংলাদেশের সমর্থকদের মাঠে দেখার অপেক্ষায় আছি। আমি জানি, বাংলাদেশের অনেকেই সেখানে (ডালাস) থাকেন। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’
সাকিব, তামিম ছাড়াও একই টুর্নামেন্টে অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, মোহাম্মদ নবী, সুনীল নারিন, কুশল মেন্ডিস, হাশমতউল্লাহ শহীদি ও শহীদ আফ্রিদির মতো তারকাদেরও দেখা যাবে।
সারাবাংলা/এসএইচএস