Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক টেস্ট জয়ের পর দুসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৯:৫৪

রাওয়ালপিন্ডিতে একদিন আগে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে দশ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম টেস্ট জয়ের ঘটনা। এদিকে, ইতিহাস গড়ার আনন্দের মধ্যেই দুসংবাদ এসে হাজির। স্লো ওভারের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ৩ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।

নির্ধারিত সময়ে ৩ ওভারে পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৩ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আর পাকিস্তান নির্ধারিত সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল। ফলে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অর্থ জরিমানাও হয়েছে দুই দলের ক্রিকেটারদের। পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ৩০ শতাংশ ও বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে বসেছিল বাংলাদেশ। কিন্তু ৩ পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে বাংলাদেশ। পাকিস্তান নেমে গেছে টেবিলের আট নম্বরে।

এদিকে, আচরণবিধি ভঙ্গের দায়ে সাকিব আল হাসানের জরিমানা করা হয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব। যেটা আবরণবিধি ৩.৯ ধারার লঙ্ঘন বলে ধরা হয়েছে। শাস্তি হিসেবে সাকিবের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

৩০ আগস্ট থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচটাও হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর