Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

স্পোর্টস করেসপেন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ২১:০৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২১:৫৩

আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। কুঁচকিতে চোট পেয়েছেন তরুণ ওপেনার। সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটা খেলা হচ্ছে না জয়ের।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আগেই পাকিস্তান সফরে গিয়েছেন জয়। পাকিস্তান শাহিনের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বাকি ব্যাটারদের ব্যর্থতার মধ্যে প্রথম ইনিংসে ৬৫ রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। পরে জানা যায়, কুঁচকির চোটে পরেছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন জয়। দেবাশীষ বলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে চোট পায় জয়। সেরে উঠতে সপ্তাহ তিনেক লাগতে পারে।’

পাকিস্তান সফরে যাওয়ার আগে এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখানেও রান করেছেন জয়। তরুণ এই ওপেনারের বদলে স্কোয়াডে কোনো ওপেনারকে অন্তর্ভূক্ত করা হবে কিনা তা এখনো জানাননি নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জয় ও জাকির হাসানের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম। জয়ের বদলে কোনো ওপেনারকে না নেওয়া হলে জাকির ও সাদমানকেই হয়তো নতুন বলে দেখা যাবে।

এবারের সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট।

সারাবাংলা/এসএইচএস

মাহমুদুল হাসান জয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর