Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২০:০৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ২২:০০

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন সাকিব আল হাসান।

ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে গত সিরিজটা খেলতে পারেননি মুশফিকুর রহিম। অনেক আগেই চোট কাটিয়ে উঠা মুশফিকও দলে ফিরেছেন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। বাদ পড়েছেন শাহাদাত হোসেন।

আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসম্মুখে নেই। সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়নে গত সাংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। সাকিব এই মুহূর্তে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডা অবস্থান করছেন।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর কানাডায় প্রবাসী বাংলাদেশীদের রোষানলে পড়তে দেখা গেছে সাকিবকে। এমন অবস্থায় সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কিনা বা খেলতে চাইবেন কিনা সে প্রশ্ন উঠছিল। এর মধ্যে তাকে রেখেই দল ঘোষণা করা হলো।

এবারের সফরে পাকিস্তান গিয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২১ আগস্ট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে, রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট করাচিতে শুরু হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। ১২ আগস্ট পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর