এগিয়ে এলো শান্তদের পাকিস্তান যাত্রা
১১ আগস্ট ২০২৪ ০৯:৪৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১১:৫৩
টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ১৭ তারিখে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সেই যাত্রাটা এগিয়ে আসছে। পাঁচ দিন আগে অর্থাৎ ১২ আগস্ট পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ।
দেশের চলমান পরিস্থিতির কারণে মূলত জাতীয় দলের সফর এগিয়ে আসা। সিরিজের আগে ঠিকভাবে অনুশীলন করতে পারছেন না ক্রিকেটাররা। কোচিং স্টাফরা হোটেল বন্দী। নিরাপত্তার কথা চিন্তা করে মাঠে আসছেন না। কদিন ধরে একা একা অনুশীলন করতে দেখা গেছে ক্রিকেটারদের কয়েকজনকে।
অনুশীলন ঘাটতির কারণে মূলত আগেভাগে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল, যেন সেখানে গিয়ে পুরোদমে অনুশীলন করা যায়। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
এবারের সফরে পাকিস্তান গিয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২১ আগস্ট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে, রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট করাচিতে শুরু হওয়ার কথা দ্বিতীয় টেস্ট।
ইতোমধ্যে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান গিয়ে পৌঁছেছে। পাকিস্তান শাহিনের বিপক্ষে চার দিনের ম্যাচ ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
সারাবাংলা/এসএইচএস