ক্রিকেট বোর্ড সংস্কারে রূপরেখা দিতে চান নাজমুল আবেদীন ফাহিম
১০ আগস্ট ২০২৪ ২২:৩৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১১:৪৩
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত। এই মুহূর্তে বেশিরভাগ পরিচালক আত্মগোপনে। এমন অবস্থায় ক্রিকেট বোর্ড সংস্কারে রূপরেখা দিতে চান দেশের পরিচিত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব এর আগে বিসিবির হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি।
আজ শনিবার (১০ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমি যদি ফরমালি কিছু করি, আমি নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে। যেন আমরা, যাঁরা দায়িত্বে আছেন তাঁদের সাহায্য করতে পারব। আমি আবারও বলি, এটা আমার ব্যাপার নয়। উপদেষ্টাদের কথা বললেন, তাঁরা চান সিস্টেমটাকে ঠিক করতে। যাঁরা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন, সে–ই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন।’
ক্রিকেট বোর্ডে অনেক তারকা আছেন, কিন্তু কাজের লোক কম বলেছেন তিনি, ‘এটা আমার ব্যাপার নয়।সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না। তারা সবাই কাজের মানুষ।’
সরকার পতনের পর বিসিবির পরিচালকদের বেশির ভাগই আত্মগোপনে। বিষয়টির সমালোচনা করেছেন নাজমুল আবেদীন, ‘তাঁরা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তাঁরা আসতেন। আমার মনে হয় না তাঁরা ক্রিকেটের সেবক ছিলেন। তাঁদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তাঁরা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি, ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে।’
দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন, বলেছেন দেশের পরিচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব, ‘আমার মনে হয় দায়টা সবচেয়ে বেশি নেতৃত্বের। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতেই চ্যানেলাইজ হয়ে যায়। এখন আইসিসির আইনসংক্রান্ত অনেক বিষয় আছে। রিফর্মেশনের কথা যদি বলি…। আমরা তো চাই এমন একটা বোর্ড হোক, যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সে জন্য স্বচ্ছতা বা জবাবদিহি থাকা প্রয়োজন, সেগুলো থাকবে। সেরকম অনেক মানুষই আমাদের দেশে আছে। অনেক দিন ধরে যাঁরা কোনো কাজ করার সুযোগই পাননি।’
সারাবাংলা/এসএইচএস