Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাধারণত রাজনৈতিক প্রভাব ক্রিকেটে পড়ে না’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২১:০৪

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন বদলে গেছে। গণঅভ্যূত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। এদিকে, সরকার পরিবর্তনে স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পালাবদলের সুর শোনা যাচ্ছে। নির্বাচক আব্দুর রাজ্জাকের বিশ্বাস, রাজনৈতিক পালাবদল দেশের ক্রিকেটকে প্রভাবিত করবে না।

দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে গেছে তিন দিন। অবশেষে আজ শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তানের বিমান ধরেছে ‘এ’ দল। দলের সঙ্গে গেছেন নির্বাচক আব্দুর রাজ্জাকও।

বিজ্ঞাপন

বিমানবন্দরে এক প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক এই তারকা স্পিনার বলেন, ‘সাধারণত রাজনৈতিক কোনও প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’ যোগ করেছেন তিনি।

চলতি মাসের শেষ ভাগে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে ‘এ’ দল গেল পাকিস্তানে। আর ‘এ’ দলে রাখা হয়েছে মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। মূলত সিরিজের আগে কন্ডিশন বিষয়ে ধারণা নিতেই সিনিয়র ক্রিকেটারদের ‘এ’ দলের হয়ে খেলতে পাঠানো হচ্ছে বলেছেন রাজ্জাক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের ‘এ’ দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা ‘এ’ দল পাঠিয়ে দেয়।’

‘যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়… তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।’

সারাবাংলা/এসএইচএস

আব্দুর রাজ্জাক বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর