ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে শুভেচ্ছা জানাল বিসিবি-বাফুফে
৯ আগস্ট ২০২৪ ১৯:১৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৪ ১৯:২১
ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্তণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ। আজ শুক্রবার (৯ আগস্ট) দপ্তর বন্টন করা হলে সেখানে আসিফকে দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তঃস্থল থেকে অভিনন্দন জানায়।’
‘বিসিবি নিশ্চিত যে, ক্রীড়া উন্নয়নে তার নিবেদন ও ভালোবাসা দিয়ে জনাব ভূঁইয়া এই নতুন দায়িত্বে উদাহরণযোগ্য নেতৃত্ব ও দূরদর্শীতা প্রদর্শন করবেন। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সময়ে তার এই নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সফলতা কামনা করছে। বিসিবি আশা করছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে মিলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা আমাদের অভিন্ন লক্ষ্যগুলো অর্জন করতে পারবো।’
এদিক আসিফকে অভিনন্দন জানিয়ে বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন।’
বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. ইউনুসকেও অভিনন্দন জানায় বাফুফে। নতুন সরকারের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংস্থাটি জানায় ফুটবলের বিকাশ ও প্রচারে আরও এগিয়ে যাবে তারা।
সারাবাংলা/এসএইচএস