Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় আফিফ-তামিমদের বিশাল জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৪ ১৮:০২ | আপডেট: ১ আগস্ট ২০২৪ ১৮:০৮

লম্বা সফরে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল। পাকিস্তান শাহিন নামধারী পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলে এখন স্থানীয় ক্লাবের বিপক্ষে একদিনের ম্যাচ খেলছে এইচপি দল। আজ প্রথম একদিনের ম্যাচে বিশাল জয় পেয়েছে এইচপি দল।

ব্যাট-বল দুই বিভাগেই আলো ছড়িয়ে ম্যাচের নায়ক পেসার আবু হায়দার রনি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে আগে ব্যাট করে ২৫০ রান তুলেছে এইচপি দল। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ফিফটি করেছেন। রান পেয়েছেন অপর ওপেনার পারভেজ হোসেন ইমনও। শেষ দিকে কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশকে আড়ইশর পর্যন্ত নিয়েছেন আবু হায়দার রনি।

বিজ্ঞাপন

পরে নর্দার্ন গুটিয়ে গেছে ১৩৮ রানে। যাতে ১১২ রানের বিশাল জয় পেয়েছে বিসিবি এইচপি দল। আবু হায়দার রনি বল হাতেও দারুণ বোলিং করেছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বিসিবি এইচপি। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন প্রথম উইকেট জুটিতে তোলেন একশ রান।

২০তম ওভারে পারভেজ ইমন ৩৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। খানিক বাদে অপর ওপেনার তামিমও ফেরেন ৫৩ রান করে। তারপর উল্টোপথে এগুতে থাকে এইচপি দলের ইনিংস।

মিডল অর্ডার সুবিধা করতে পারেনি। আচমকা ব্যাটিং ধস নামা বিসিবি একাদশের হয়ে পরে হাল ধরেছিলেন আকবর আলী ও শামীম হোসেন পাটোয়ারি। শামীম ২৩ বলে ২০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। আকবর থিতু হয়েছিলেন। কিন্তু শেষ দিকে দ্রুত রান তুলতে পারেননি। ফিরেছেন ৩৮ বলে ২৬ রান করে।

শেষ দিকে আবু হায়দার রনি ৪১ বলে ৩৮ রান করে বাংলাদেশকে আড়াইশ পর্যন্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

পরে আড়ইশ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চাশের আগেই প্রতিপক্ষের চার উইকেট তুলে নেয় এইচপি দল। আবু হায়দার রনি শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন। পরে মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসানরাও যোগ দিয়েছিলেন উইকেট শিকারে।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় নর্দার্ন টেরিটরি স্ট্রাইক। বিসিবি একাদশের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি এইচপি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর