Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান শাহিনের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে বিসিবি এইচপি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ২০:৫৬ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ ২০:৫৮

পাকিস্তান শাহিন নামে গড়া পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ১৪৮ রানে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল। তবে দ্বিতীয় চার দিনের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মাহমুদুল হাসান জয়রা। দ্বিতীয় চার দিনের ম্যাচে জয়ের সম্ভবনা জাগিয়েছে বিসিবি এইচপি দল।

পাকিস্তান শাহিনের বিপক্ষে বিসিবি এইচপি দল দুটি চার দিনের ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (২৭ জুলাই) দ্বিতীয় দিনের খেলা শেষে ১৬৩ রানে এগিয়ে আছে বিসিবি এইচপি। বাংলাদেশিদের এগিয়ে থাকাতে বড় অবদান বোলারদের।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ইনিংসে ২৫৮ রান তুলেছিল বিসিবি এইচপি দল। পরে বাংলাদেশি বোলারদের তোপে পাকিস্তান শাহিন গুটিয়ে গেছে ১৭৯ রানেই। পেসার রিপন মণ্ডল ৭১ রানে একাই নেন ৪ উইকেট। অপর পেসার রেজাউর রহমান রাজা ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। বাঁহাতি পেসার হাসান মুরাদ নিয়েছেন ২টি উইকেট।

পাকিস্তান শাহিনের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৪৮ রান করেছেন কামরান গোলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে তায়েব তাহিরের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় বিসিবি এইচপি। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৮৪ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে এইচপি দল।

অধিনায়ক মাহমুদুল হাসান জয় ৩৯ রানে অপাজিত আছেন। তার সঙ্গে ৯ রানে অপরাচিত প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান আইচ মোল্লা। এছাড়া ৬১ বলে ২৫ রান করে আউট হয়েছেন অমিত ‍হাসান।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি এইচপি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর