Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৪ ২২:২৮

আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। প্রথম প্রস্তুতি ম্যাচটা ব্যাটারদের জন্য খুব একটা ভালো গেল না। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম রান পেয়েছেন। তবে বাকিদের মধ্যে তেমন কেউই ব্যাট হাতে সফল হতে পারেননি।

আগামী মাসে পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই সিরিজকে সামনে রেখে বিসিবি লাল ও বিসিবি সবুজ এই দু্ই দলে ভাগ হয়ে চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

বিসিবি সবুজ দলের হয়ে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। আর লাল দলের হয়ে মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করেছেন।

শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ১৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সবুজ দল। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ১৩১ রানেই গুটিয়ে গিয়েছিল লাল দল।

আজ দিনের খেলা শুরু হওয়ার সময় সবুজ দলের হয়ে মুমিনুল হক ৪৭ রানে অপরাজিত ছিলেন। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ১২টি চার ও ১টি ছক্কায় ১৮৩ বলে ১২৩ রান করে আউট হয়েছেন।

এছাড়া সবুজ দলের হয়ে নাঈম শেখ ৩৮ ও প্রীতম কুমার ৩৪ রান করেছেন। ৯ উইকেটে ২৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে সবুজ দল। লাল দলের হয়ে মেহেদি হাসান তিন উইকেট নিয়েছেন।

পরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করতে পারেনি লাল দল। খেলা শেষ হওয়ার আগে দলটি ১৪৭ রান তুলতে হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। এর মধ্যে মুশফিকুর রহিম করেন ৪৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন আহরার আমিন। সবুজ দলের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর