Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনকে ভয় পাচ্ছেন না গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৪ ১৪:৩০

শেষবার ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স। এরপর বিশ্বকাপ জিতলেও ইউরো জেতা হয়নি ফ্রেন্সদের। তবে এবার কিলিয়ান এমবাপে-অ্যান্তোনিও গ্রিজম্যানরা স্বপ্ন দেখছেন দুই যুগের অপেক্ষার অবসান ঘটাতে। আর সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোতে সেমিফাইনালেই হট ফেভারিট স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স।

ট্রফি জয়ের পথে সেমিতে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার স্পেন। তবুও স্প্যানিশদের বিপক্ষে খেলতে মোটেও ভয় পাচ্ছেন না অ্যান্তোনিও গ্রিজম্যান।

বিজ্ঞাপন

স্পেন সর্বশেষ ইউরো জিতেছে ২০১২ সালে। সেটিও হয়ে গেছে এক যুগ। ২০১২ সালের পর আর কখনো ট্রফি না জেতা ‘লা রোজারা’ এবার দুর্দান্ত গতিতে ছুটছে। সেমিতে ওঠার পথে ‍দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন রদ্রি-আলভারো মোরাতারা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে তারা।

অন্যদিকে ফ্রান্স অনেকটা ভাগ্যের সহায়তায় শেষ চারে জায়গা পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে-আঁতোয়ান গ্রিয়েজমানদের মতো তারকা খেলোয়াড়রা দলে থাকার পর এখন পর্যন্ত ওপেন প্লে গোল করতে পারেননি। যার প্রভাব পড়েছে দলের জয়ে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলেও জয়গুলো এসেছে আত্মঘাতী এবং টাইব্রেকারে।

তাই নিশ্চিতভাবেই স্পেনের বিপক্ষে শেষ চারের ম্যাচটা ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। স্পেনের বিপক্ষে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ফ্রান্স ভয় পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে গ্রিয়েজমান জানিয়েছেন, তারা স্পেনকে ভয় পাচ্ছেন না। তাদের হারিয়েই দল ফাইনালে উঠবে বলে আশা করছেন তিনি।

শেষ চারের ম্যাচ নিয়ে গ্রিজম্যান বলেছেন, ‘কোনো দলকেই আমরা ভয় পাচ্ছি না।

বিজ্ঞাপন

আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসী থাকতে হবে যেন মাঠে সর্বোচ্চটুকু দিয়ে ফাইনালে উঠতে পারি। ফাইনালে পৌঁছাতে এক ম্যাচের জয়ই বাকি। শেষ চারে সুযোগ পাওয়াটাও অসাধারণ।’

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মিউনিখে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও গ্রিজম্যান ইউরো ২০২৪ প্রথম সেমিফাইনাল ফ্রান্স বনাম স্পেন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর