মুশতাককে কোচ হিসেবে পাওয়া নিয়ে আশাবাদি বিসিবি
৮ জুলাই ২০২৪ ২১:৫২ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ০০:০১
কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন সরাসরিই বলেছিলেন, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে দীর্ঘ মেয়াদে স্পিন বোলিং কোচ হিসেবে চায় বিসিবি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে খণ্ডকালিন চুক্তিতে দারুণ কাজ করেছেন মুশতাক আহমেদ। তার অধিনে রিশাদ হোসেনরা দারুণ বোলিং করেছেন বিশ্বকাপে। সেই কারণেই পাকিস্তানের সাবেক তারকাকে মনে ধরেছে বিসিবির।
তবে মুশতাককে দীর্ঘ মেয়াদে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগে থেকেই বিভিন্ন জায়গায় খণ্ডকালিন চুক্তি করে রেখেছেন মুশতাক। কাল যেমন জানা গেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, আগে থেকেই এই চুক্তি করে রেখেছিলেন মুশতাক। তবে তবুও তাকে দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে পেতে আশাবাদি বিসিবি, জানালেন নিজামউদ্দিন চৌধুরী।
আজ সোমবার (৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমন কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেছেন, ‘আগে থেকেই তাঁর কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তাঁর আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করি। তাঁর সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তাঁর সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’- যোগ করেছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন।
দীর্ঘ মেয়াদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মুশতাকের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলছে বলেছেন নিজামউদ্দিন। তিনি বলেন, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তাঁর ব্যাপারে আগ্রহী। যেহেতু তাঁর দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাঁকেই বিবেচনা করছি।’
সারাবাংলা/এসএইচএস