বাংলাদেশি বোলারদের নিস্প্রভ রাত
৮ জুলাই ২০২৪ ১২:৩৪ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১৫:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বেশ কয়েকটি ফ্র্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। তাতে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। বিভিন্ন লিগে কাল রাতটা বাংলাদেশিদের জন্য মোটেও ভালো কাটেনি। লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) বল হাতে ভালো করতে পারেননি তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সাকিবও বল হাতে ব্যর্থ হয়েছেন।
সাকিব ব্যাট হাতে অবশ্য রান পেয়েছেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের মুখোমুখি হয়েছিল সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সাকিব চার নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৩৫ রান করেছেন ৬টি চারের সাহায্যে। শেষ দিকে আন্দ্রে রাসেল ২৫ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেললে ১৬৫ রানের পুঁজি পায় লস অ্যাঞ্জেলস।
পরে দলের বোলিং ইনিংসে বল হাতে হতাশ করেছেন সাকিব। ২ ওভারে ২৭ রান খরচ করেন। পরে তাকে আর বোলিং দেয়নি অধিনায়ক। ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের লস অ্যাঞ্জেলস।
এদিকে, লংকান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই পেসারের একজনও নিজেদের দলের হয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। তাসকিন এলপিএল খেলছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে আর মোস্তাফিজ ডাম্বুলা সিক্সার্সের হয়ে।
কাল দুই দলের মুখোমুখিতে ডাম্বুলা সিক্সার্সের হয়ে ৪ ওভারে ৫৩ রান খরচ করেছেন মোস্তাফিজ, উইকেট পাননি একটিও। হজম করেছেন ৫টি ছক্কা, ২টি চার! তাসকিন আহমেদও ছিলেন খরুচে। তবে ২টি উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন ৪৫টি। ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ডাম্বুলা সিক্সার্স।
সারাবাংলা/এসএইচএস