অভিষেকের ১০০, ভারত জিতলও ১০০ রানে
৭ জুলাই ২০২৪ ২১:৪২
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কদিন পরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে হেরে গিয়েছিল ভারত। যদিও সেটা ভারতের দ্বিতীয় সারির দল ছিল, বিশ্বকাপ দলের একজন সদস্যও নেই জিম্বাবুয়ে সিরিজের দলে। তবুও জাতীয় দলই তো লেখা থাকবে কাগজে-কলমে। সেই হারের বদল নিতে অবশ্য দেরি করল না দ্বিতীয় সারির ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে আজ ঠিক ১০০ রানে হারিয়েছে ভারত।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের এটা সর্বোচ্চ রানের জয়। গত আইপিএলে ঝড় তোলা অভিষেক শর্মার সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হলে শূন্য রানে আউট হয়েছিলেন। সেই অভিষেকই আজ ভারতের বিশাল জয়ের নায়ক। মাত্র ৪৭ বলে ঠিক ১০০ রান করেন। অর্থাৎ অভিষেক ম্যাচে শূন্য রান করা অভিষেক শর্মা সেঞ্চুরি পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই। আজকের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল ভারত।
রোববার (৭ জুলাই) হারারেতে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক শুভমান গিলকে দ্বিতীয় ওভারেই হারায় ভারত। এরপর রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে দুর্দান্ত একটা জুটি গড়েন অভিষেক। ১২.৪ ওভারে ১৩৭ রান তোলেন দুজন। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা অভিষেক এরপর আর ১৩ রান করেই সেঞ্চুরি পূর্ণ করেন।
সেঞ্চুরিটাও করেছেন রাজকীয় ভাবে। পরপর তিন ছক্কা হাঁকিয়ে ৮২ থেকে ১০০ রানে পৌঁছান। পরের বলেই অবশ্য আউট হয়েছেন। তার ৪৭ বলের ইনিংসটাতে চারের মার ৭টি, ছক্কা ৮টি। ভারতের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটা।
গায়কোয়াড় ৪৭ বলে ১১টি চার ১টি ছয়ে ৭৭ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে ঝড় তুলেছিলেন রিংকু সিংও। মাত্র ২২ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ২টি চার ৫টি ছক্কায়।
পরে জবাব দিতে নেমে দলীয় ৪৬ রানে চার উইকেট হারিয়ে পথ হারানো জিম্বাবুয়ে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার ওয়েসলি মাধেভেরে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করতে খেলেছেন ৩৯ বল। তিনে নেমে ব্রায়ান বেনেট ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারননি। ফিরেছেন ৯ বলে ২৬ রান করে। শেষ দিকে ২৬ বলে ৩৩ রান করে জিম্বাবুয়ের হারের ব্যবধান কমিয়েছেন লুক জঙ্গয়ে। ১৮.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও আবেশ খান।
সারাবাংলা/এসএইচএস