Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে চান বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৪ ১৫:৫০

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেকেই দুর্দান্ত পারফরম করেছেন জুড বেলিংহাম। তবে রিয়াল মাদ্রিদে যেভাবে পারফরম করেছেন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলে সমালোচনাও কম হচ্ছে না। তবে এত সমালোচনা পেরিয়েও ইংল্যান্ডকে সেমিফাইনালে নিতে রেখেছেন বড় ভূমিকা। সেমিতে উঠেই জুড জানিয়েছেন ইউরোর ফাইনাল খেলতে চান দলের হয়ে। আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে চান এই ইংলিশ তারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ করে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সুইসদের একটি শটে গোল করতে ব্যর্থ হলেও ইংলিশরা সবগুলো শটেই গোল করে।

বিজ্ঞাপন

সুইসদের বিপক্ষে ম্যাচ জয়ের পর বেলিংহ্যাম তার বেশিরভাগ ক্লাব সতীর্থদের দেশ স্পেনের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বেলিংহাম বলেন, ‘স্পেন গত তিন সপ্তাহ ধরে দারুণ খেলছে। যেকোনো কিছুই ঘটতে পারে। আশা করছি, আমরা স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে পারবো। তারা দারুণ খেলছে টুর্নামেন্টে।’

এবারের আসরে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে যদি স্পেন ফাইনালে উঠতে পারে, অন্যদিকে নেদারল্যান্ডসকে হারাতে পারে ইংল্যান্ড, তাহলে ১৯৯৬ সালের স্মৃতি ফেরাবে দুই দল।

কারণ, ১৯৯৬ সালের এই প্রথম ইউরোপিয়ান টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই দল। সে আসরে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে টাইব্রেকারে শেষ হাসি হেসেছিল ইংলিশরা। এর আগে ইউরো ২০২০ সালের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল স্বাগতিক ইংল্যান্ডের। এবার শিরোপা জয়ে তাদের সামনে আছে মাত্র দুটি পরীক্ষা।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ইংল্যান্ড জুড বেলিংহাম ফাইনাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর