ফাইনালে ভারতের সংগ্রহ ১৭৬
২৯ জুন ২০২৪ ২২:২৩ | আপডেট: ২৯ জুন ২০২৪ ২৩:০১
দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা ও রিশভ পন্ত দ্বিতীয় ওভারেই ফিরলে শুরুতেই চাপে পরেছিল ভারত। চারে নামা সূর্যকুমার যাদবও ফিরলেন মাত্র ৩ রান করে। ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে ভারত। যেটা বিরাট কোহলির ব্যাটিংকেও প্রভাবিত করল। পুরো বিশ্বকাপ জুড়ে অফ ফর্মে থাকা কোহলি আজ শুরুতে মেরে খেললেও দ্রুত তিন উইকেট পরে গেলে খোলসবন্দী হয়ে পড়লেন। তবে শুরুতে ধুঁকতে থাকা ভারত শেষ পর্যন্ত অবশ্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে।
ফিফটির পর খোলস ছেড়ে বেরুনোর চেষ্টা করেছেন কোহলি। ব্যাটিং অর্ডারে উন্নতি করে পাঁচে নামা অক্ষর প্যাটেল দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। শেষ দিকে রান তুলেছেন শিভম দুবে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছে ভারত।
বার্বাডোজের কেন্সিংটন ওভালে পিচ বেশ ব্যাটিং সহায়কই মনে হয়েছে। তবে ফাইনালের স্নায়ূচাপে ১৭৬ রানের স্কোর বড্ড চ্যালেঞ্জিংই বটে। ভারতীয় বোলিং আক্রমণ পুরো বিশ্বকাপজুড়ে যেভাবে খেলছে তাতে এই রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় স্কোরই।
শনিবার (২৯ জুন) টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল দারুণ ইতিবাচক। বিরাট কোহলি তিন বাউন্ডারিতে প্রথম ওভার থেকে তুলে নেন ১৫ রান। পরের ওভারের রোহিত শর্মা পরপর দুই বলে দুই বাউন্ডারি আদায় করে নেন। কিন্তু সেই ওভারের চতুর্থ বলে কেশভ মহারেজকে আবারও সীমানা ছাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দেন দুর্দান্ত ফর্মে থাকা রোহিত। সুইপ খেলতে গিয়ে ৫ বলে ৯ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক। এক বল পরে কেশভ মহারাজের দ্বিতীয় শিকার বনেছেন রিশভ পন্ত।
খানিক বাদে সূর্যকুমার যাদবও ফিরলে বড্ড চাপেই পরে ভারত। হার্দিক পান্ডিয়া, শিভম দুবেদের রেখে এরপর অক্ষর প্যাটেলকে পাঁচ নম্বরে পাঠিয়েছিল ভারত। তার দায়িত্ব ছিল উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখা। তিন উইকেট পরে যাওয়ার পর কোহলি খোলসবন্দি হলেও অক্ষর প্যাটেল রানের চাকা সচল রাখার কাজটা করেছেন দুর্দান্তভাবে।
চতুর্থ উইকেটে ৫৪ বলে ৭২ রান তুলেছেন দুজন। তার মধ্যে অক্ষর প্যাটেলের ৩১ বলে ৪৭ রান। রান আউট হয়ে ফেরার আগে ১ চার ৪টি ছয়ে এই রান করেছেন অক্ষর। ১৭তম ওভারে ৪৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন বিরাট কোহলি। মন্থর হাফ সেঞ্চুরির পর অবশ্য হাত খুলে খেলেছেন ভারতীয় তারকা। ফিফটির পর ১১ বল খেলে করেছেন ২৬ রান।
ছয়ে নেমে কার্যকরী একটা ইনিংস খেলেছেন তরুণ শিভম দুবে। ১৬ বলে ৩টি চার ১টি ছয়ে ২৭ রান করে ফিরেছেন দুবে। হার্দিক পান্ডিয়া অপরাজিত ছিলেন ২ বলে ৫ রান করে।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে থেমেছে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিখ নরজে ২৬ রানে ও কেশভ মহারেজ ২৩ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস