টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা পাবে কে?
২৯ জুন ২০২৪ ১৮:৪৯ | আপডেট: ২৯ জুন ২০২৪ ১৮:৫২
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বলের পাশাপাশি বৈরী আবহাওয়াও ‘খেলা দেখাচ্ছে’ বেশ! বিশ্বকাপের শুরু থেকেই ভোগাচ্ছে বৃষ্টি। গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনালের বেশ কয়েকটা ম্যাচে ছিল বৃষ্টির প্রভাব। বৃষ্টির প্রভাব থাকতে পারে ফাইনালেও!
আজ শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের খবর, ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভবনা আছে। প্রশ্ন হচ্ছে ফাইনালে বৃষ্টি হানা দিলে এবং সেক্ষেত্রে ম্যাচ যদি পরিত্যক্তই হয়ে যায় তবে শিরোপা নির্ধারণ হবে কিভাবে?
ফাইনাল ম্যাচের অবশ্য রিজার্ভ ডে আছে। সুপার এইটের কোনো ম্যাচে এবং ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ আজ বৃষ্টির কারণে খেলা শেষ করা সম্ভব না হলে আগামীকাল খেলা শেষ করার সুযোগ থাকবে।
তবে বৃষ্টির তীব্রতার কারণে আগামীকালও খেলা শেষ করা সম্ভব না হলে অর্থাৎ ফাইনাল পরিত্যক্ত হয়ে গেলে কি হবে? টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে দুই দলকে যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ফাইনাল যদি সুপার ওভারে গড়ায় আর বৃষ্টির কারণে সুপার ওভারের ম্যাচ যদি মাঠে গড়ানো সম্ভব না হয় সেক্ষেত্রেও দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সারাবাংলা/এসএইচএস