স্বপ্নভঙ্গের রাতেও মদ্রিচের রেকর্ড
২৫ জুন ২০২৪ ০৩:৪৫
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত ক্রোয়েশিয়ার। সুতোয় ঝুলে আছে মদ্রিচদের নকআউট পর্বে খেলার সম্ভাবনা। নানান সমীকরণ মিললে তবেই শেষ ষোলোর টিকিট পাবে ক্রোয়েশিয়া তবে তার আশা ক্ষীণ। তাই তো ইউরোতে মদ্রিচদের যাত্রা অনেকটা শেষ ধরে নেওয়ায় যায়। তবে এমন স্বপ্নভঙ্গের রাতেও নতুন এক রেকর্ড গড়েছেন লুকা মদ্রিচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা।
নকআউট পর্বে উঠতে হলে জিততেই হবে, ইতালির বিপক্ষে কঠিন এই সমীকরণে খেলতে নামে ক্রোয়েশিয়া। লাইপজিগে সোমবার রাতের এই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি পেনাল্টি পায় তারা; গোল করতে ব্যর্থ হন মদ্রিচ। তবে বল ধরে রেখে নতুন করে শাণানো আক্রমণে জালে বল পাঠিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রেয়াল মাদ্রিদ তারকা। সেই সঙ্গে গড়েন নতুন ইতিহাস।
এর আগে অস্ট্রিয়ার ইভিচা ভাস্তিচের; ২০০৮ আসরের গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ৩৮ বছর ২৫৭ দিন বয়সে পেনাল্টি থেকে গোল করেছিলেন সাবেক এই ফুটবলার। আর লুকা মদ্রিচ ৩৮ বছর ২৮৯ দিন বয়সে গোলটি করে ভেঙে দিলেন আগের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড।
সারাবাংলা/এসএস