Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব পরিস্থিতির জন‍্য তৈরি ব্রাজিল: দরিভাল

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪ ১৭:০৯

গেল ২১ জুন লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কানাডা। আর টুর্নামেন্ট শুরুর পাঁচদিন পরে এসে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। গেল দুই বছর ধরেই সময়টা ভালো কাটছে না সেলেসাওদের। তবে নতুন কোচ দরিভালের হাত ধরে এগিয়ে যাওয়ার স্বপ্ন ব্রাজিলের। আর এই স্বপ্নের শুরুটা কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়েই। ব্রাজিল কোচ মনে করছেন, কোপা আমেরিকায় সাফল‍্যের জন‍্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম‍্য। তার দল প্রস্তুত সব রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য।

বিজ্ঞাপন

ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন অল্প কিছুদিন হলো। দরিভালের অধীনে অবশ্য বেশ ভালোই সাফল্য পেয়েছে ব্রাজিল। তার অধীনে চারটি প্রীতি ম্যাচে অপরাজিত আছে ব্রাজিল। জয় পেয়েছে ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে। ড্র করেছে স্পেন ও যুক্তরাষ্ট্রের সাথে। তবে অপরাজিত থাকলেও এই চার ম্যাচে রক্ষণভাগের দুর্বলতা বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। মাঝমাঠেও নিজেদের হারিয়ে খুঁজেছেন ব্রাজিলের ফুটবলাররা।

দল সম্পর্কে দরিভাল বলেন, ‘মাত্র তিন মাস আগে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ‍্য থেকে আমাদের একটা ভারসাম‍্য বের করে নিতে হবে। ফুটবলে অনুশীলনে প্রস্তুতি পর্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আর সে কারণেই আমরা ওদের প্রত‍্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি। একটি আত্মবিশ্বাসী দল সুযোগ তৈরি করার জন‍্য খেলোয়াড়দের স্বতন্ত্রতা কাজে লাগাতে পারে।’

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কোস্টা রিকার বিপক্ষে ম‍্যাচ দিয়ে কোপা আমেরিকায় পথ চলা শুরু হবে ব্রাজিলের। এর আগের দিন সংবাদ সম্মেলনে প্রথম একাদশও ঘোষণা করেন দলটির কোচ।

ব্রাজিল কোচ বলেন, ‘শুরুর একাদশে এদের মিলিতা ও গিলের্মো আরানা থাকবে। যদি প্রয়োজন হয়, প্রতি ম‍্যাচে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে। সব খেলোয়াড়ই তৈরি, ওদের কাউকে নিয়েই আমাদের প্রত‍্যাশা কম নয়। আমরা যে কোনো পরিস্থিতির জন‍্য তৈরি।’

শুরুর একাদশে থাকছেন না এই আসর শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাাওয়া এন্দ্রিক। ১৭ বছর বয়সী স্ট্রাইকারকে দ্বিতীয়ার্ধে নামানোর আভাস দিয়ে দরিভাল বলেন, ‘এটা সম্ভবত খুব বেশি সময় নেবে না। কারণ, সে খুবই দক্ষ। তাকে মাঠে নামানোর জন‍্য আমি উন্মুখ কিন্তু এর জন‍্য একটা যথাযথ ভারসাম‍্য প্রয়োজন। তার অসাধারণ সব দক্ষতা আছে আর সে দলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের একজন।’

বিজ্ঞাপন

‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন‍্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প‍্যারাগুয়ে।

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ২০২৪ দরিভাল জুনিয়র ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর