Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ১৬০-১৭০ রানে আটকাতে পারলে ভালো হত: শান্ত

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪ ০১:২২ | আপডেট: ২৩ জুন ২০২৪ ০১:২৩

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই লক্ষ্যে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে মারমুখি ব্যাটিংয়ে ভারত পাহাড়সম রানের পুঁজি দাঁড় করায়। জবাবে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিতে থাকেন। আর শেষ পর্যন্ত ৫০ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। আর তাতেই বিশ্বকাপের সুপার এইট থেকেই ছিটকে যাওয়ার প্রায় নিশ্চিত বাংলাদেশের।

বিজ্ঞাপন

শনিবার (২২ জুন) অ্যান্টিগাতে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শান্ত। তবে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর দাঁড় করিয়েছে ভারত। কোহলির দারুণ শুরুর পর পান্ডিয়ার দুর্দান্ত ফিফটিতে ১৯৬ রানের বিশাল স্কোর গড়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক শান্ত ছাড়া জ্বলে উঠতে পারেনি কেউই। এতেই ধুঁকতে থাকে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে তুলতে পারে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ম্যাচ শেষে হারের দায় মাথা পেতে নিলেন টাইগার দলপতি। জানালেন ব্যাটিং কিংবা বোলিং কোনোটাই হয়নি কৌশলমাফিক।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ভাবছিলাম (ভারতের) ১৬০-১৭০ রানের কথা। তেমন হলে ভালো হতো। কিন্তু যেভাবে তারা ব্যাটিং করছে, কৃতিত্ব তাদের দিতে হবে।’

বাংলাদেশ কি ক্যারিবীয় কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি? শান্ত তেমনটা মনে করেন না। তার কথা, ‘খেলোয়াড়রা এই ধরনের কন্ডিশনে (এবং বাতাসে) খেলে অভ্যস্ত। আমি মনে করি না এটা বড় কোনো ইস্যু। আমাদের আজ অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু যেমনটা মানসিকতা দেখানো দরকার পারিনি।’

ব্যাট হাতে অন্যরা বিবর্ণ থাকলেও রান পেয়েছেন অধিনায়ক শান্ত। ৩২ বলে করেছেন ৪০ রান। তবে ভারতের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে যা ছিল না যথেষ্ট। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমি প্রতি ম্যাচেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। তবে আমাকে শেষ করে আসার চেষ্টা করতে হবে।’

নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগামী ২৫ জুন ভোরে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর