Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতেও অসন্তুষ্ট স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ১৪:১৫

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লক্ষ্যে উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে জিতেছে আলবেসিলেস্তেরা। কিন্তু এমন জয়ের পরেও সন্তুষ্ট হতে পারছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে কোপা আমেরিকার এবারের আসরের উদ্বোধনি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে আগে বসানো ছিল আর্টিফিশিয়াল টার্ফ। সেটির উপরে কৃত্রিমভাবে বসানো হয়েছে ঘাস। যে কারণে ফুটবলারদের দৌড়াতে সমস্যা হচ্ছিল। যা দেখা গেছে ম্যাচের ভেতরে খেলোয়াড়দের দৌড়ানোর অস্বস্তিবোধ থেকেই।

বিজ্ঞাপন

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের সঙ্গে নিজের অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা সাত মাস আগে জানতাম, এখানে খেলব এবং আয়োজকরা মাত্র দু’দিন আগে ঘাস পরিবর্তন করেছে। এটা মোটেও উচিত হয়নি। এই ধরনের মাঠে খেলোয়াড়ের জন্য উপযুক্ত নয়।’

অবশ্য কেবল মাঠ নিয়েই অসন্তোষ প্রকাশ করেননি স্কালোনি। সেই সঙ্গে দলের পারফরম্যান্স নিয়েও নাখোশ তিনি। স্কালোনি বলেন, ‘এই দলটি গোল করার সুযোগ তৈরি করে। আবার সিংহের মতো রক্ষণও করে। জয় সবসময় অনেক কিছুকে শক্তিশালী করে দেয়। আমি আগেই বলেছিলাম কানাডা কঠিন প্রতিপক্ষ। আমাদের জন্য এটি ভালো পরীক্ষা ছিল।’

কানাডার বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশেষ করে দলের সেরা তারকা লিওনেল মেসির একাধিক মিস ছিল চোখে পড়ার মত। যা মোটেও ভালো লাগেনি আর্জেন্টিনার কোচের। তিনি বলেন, ‘আমি এটিকে নেতিবাচক দিক হিসেবে দেখছি। ম্যাচের কিছু পরিস্থিতি আমার পছন্দ হয় নাই। পরে দলের সঙ্গে সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব।’

বিজ্ঞাপন

পরের ম্যাচ বুধবার (২৬ জুন), প্রতিপক্ষ চিলি। গত আসরের প্রথম ম্যাচে চিলিয়ানদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। এ ছাড়া ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন মেসিরা। এবার গ্রুপ পর্বেই দেখা দুদলের। এ ম্যাচ জিতলে নিশ্চিত হবে আর্জেন্টিনার পরের রাউন্ড। তাই তো সে ম্যাচের পরিকল্পনা করে ফেলেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে কীভাবে পরাস্ত করতে হয়, তার ওপর ভিত্তি করে খেলি। আমরা সবসময় এটা করি, পরের ম্যাচেও পরিকল্পনা একই রকম হবে।’

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম কানাডা কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর