Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ব্যাটারদের কেন হচ্ছে না, উত্তর জানা নেই: শান্ত

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ১৩:৫০

২০২৪ টি-টোয়ন্টি বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশের প্রায় সব ব্যাটারই ব্যর্থ। আর এই ব্যর্থতার দায় বরাবরই স্বীকার করে নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের সামর্থ্য নিয়ে নেই কোনো সংশয় তবে ঠিক কি কারণে বিশ্বকাপে ব্যাটাররা কেন বড় ইনিংস খেলতে পারছেন না সেই প্রশ্নের উত্তর জানা নেই অধিনায়ক শান্তর।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচে খেলেছিল বাংলাদেশ। তাই তো ব্যাটারদের জন্য রান পাওয়া কঠিন ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ? সেখানে রান না পাওয়ার কোনো অজুহাত খুঁজে পাচ্ছেন না কেউই। শেষ আটের লড়াইয়ে প্রথম ৩ ম্যাচেই আগে ব্যাট করা দল ন্যূনতম ১৮০ করে তুলেছে। কিন্তু বাংলাদেশ খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলেছে মাত্র ১৪০।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে রান তুলতে যেখানে বাংলাদেশের ব্যাটারদের ঘাম ছুটেছে, সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা রান তুলেছেন অকপটে। বাংলাদেশের ব্যাটারদের ভেতর কেবল চার ব্যাটার ছুঁয়েছেন দুই অঙ্কের ঘর। আর ৪০ রান পেরিয়েছেন কেবল অধিনায়ক শান্ত আর তাওহিদ হৃদয়। এই নিয়ে ১৩ ম্যাচ পর চলিশোর্ধ্ব রানের ইনিংস খেললেন শান্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুলকে প্রশ্ন করা হয় কেন বাংলাদেশের ব্যাটাররা বড় স্কোর করতে পারছেন না। এই প্রশ্নের জবাবে শান্ত জানান, এর উত্তর তার জানা নেই।

শান্ত বলেন, ‘কেন পারছি না, সেটা বলা মুশফিক। আমার কাছে মনে হয়, দলের সবার বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু বিশ্বকাপে কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না।’

বিজ্ঞাপন

তবে দীর্ঘদিন পরে টপ অর্ডারে রান পেয়েছে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন টাইগার দলপতি। আর এই রান পাওয়াটাই ভারতের বিপক্ষে কাজে লাগবে বলে মনে করছেন শান্ত। সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশের। শেষ দুই ম্যাচের প্রথমটি ভারতের সঙ্গে আর দ্বিতীয়টি আফগানিস্তান। এই ম্যাচকে সামনে রেখে শান্ত বলেন, ‘দুটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। দুটি ম্যাচই জিতলে পারলে আমরা আরও ভালো অবস্থানে যাব। অবশ্যই প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে। কিন্তু এখন যেভাবে ব্যাট করছি, তা আবার করলে জয় পাওয়া খুব কঠিন।’

অ্যান্টিগার পিচ ব্যাটিং সহায়ক। এমন পিচে আরও বেশি রান করতে না পারার আক্ষেপ ঝরেছে নাজমুলের কণ্ঠে। তাই তো নাজমুল হাসান শান্তর কণ্ঠে ৩০ রান কম হওয়ার আক্ষেপ। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন একেবারেই আলাদা। আমার মতে, উইকেট খুব খুব ভালো। কিছুটা মন্থর। আমরা আগের চেয়ে ভালো ব্যাটিং করেছি ঠিকই। তবে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আমাদের এটাই মনে হয়েছে।’

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সুপার এইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর