Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টপ অর্ডারে সবাই রান পেয়েছি, এটি গুরুত্বপূর্ণ ছিল— শান্ত

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ১৩:২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডার্ক ওয়ার্থ লুইস (ডিএলএস মেথড/ বৃষ্টি আইন) পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় খেলা হয়নি পুরো ম্যাচ। তবে বৃষ্টির আগে ২ উইকেতে ১০০ রান তুলেছিল অজিরা। তবে খেলা হলে নাটকীয় কিছু না হলে সহজেই বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকে যেত অস্ট্রেলিয়া। আর ম্যাচ শেষে ব্যাটাররা ৩০ রান কম তুলেছে তা স্বীকার করেও শান্ত জানালেন, স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে কেননা টপ অর্ডারের সবাই এদিন রান পেয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জুন) অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে নামে দুই দল। আগে ব্যাট করে৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্ন ঘটানোয় আর খেলা মাঠে গড়ায়নি। অবশ্য খেলা মাঠে গড়া হয়তো অস্ট্রেলিয়ার তেমন বেগ পেতে হতো না। কারণ ৮ উইকেট বাকি রেখে ৫২ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৪১ রান। দারুণ ছন্দে খেলছিলেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।

অ্যান্টিগার উইকেটে রান আসছিল বেশ ভালোই। তবে বাংলাদেশের ব্যাটাররাই করতে পারেননি রান। তাই তো নাজমুল হাসান শান্ত কণ্ঠে ৩০ রান কম হওয়ার আক্ষেপ। তিনি বলেন, ‘আমার মতে, উইকেট খুব খুব ভালো। কিছুটা মন্থর। তবে আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আমাদের এটাই মনে হয়েছে।’

গোটা বিশ্বকাপে ব্যর্থ বাংলাদশের টপ অর্ডার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টপ অর্ডার কিছুটা রান পেয়েছে। রান পেয়েছেন অধিনায়ক শান্ত। সেখানেই স্বস্তি খুঁজে পেয়েছেন টাইগার দলপতি। শান্ত বলেন, ‘আজ টপ-অর্ডারের সবাই রান পেয়েছে, এটি গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক দিনে আমরা এই জায়গায় ভুগছিলাম। তো আজকে আমরা ভালো শুরু পেয়েছি।’

তবে অর্ডারে রান পাওয়ার সঙ্গে সঙ্গে এদিন ব্যাটিং অর্ডারে আসে কিছুটা পরিবর্তন। টপ অর্ডার ঠিক রেখে চার নম্বরে নামানো হয় রিশাদ হোসেনকে। এরপর তাওহিদ হৃদয় আসেন পাঁচে, সাকিব আল হাসান নামের ছয় নম্বরে। কিন্তু এক হৃদয় ছাড়া ব্যাট হাসেনি কারোওরই। এব্যপারে অধিনায়ক শান্ত ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এমন দলের বিপক্ষে খেলতে হলে আমাদের কিছু জুয়া খেলতে হতো। আজকে যেমন রিশাদ ৪ নম্বরে নামল কারণ জ্যাম্পা বোলিং করছিল। আমরা জানি রিশাদ স্পিনে খুব ভালো। তবে আজকে তা কাজে লাগাতে পারেনি। এমন হতেই পারে। তবে আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি আজকে।’

বিজ্ঞাপন

অন্যদের ব্যর্থতার দিনে তিন নম্বরে নেমে শান্ত খেলেন ৩৬ বলে ৪১ রানের ইনিংস। প্রথম ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি। আর পাঁচে নামা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪০ রান। ম্যাচ হারলেও ব্যাটিংয়ের এসব ছোট ছোট বিষয়ে উন্নতি দেখেন বাংলাদেশ অধিনায়ক।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সুপার এইট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর