টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে নতুন শঙ্কার মুখে বাংলাদেশ
১৮ জুন ২০২৪ ০১:৫৪ | আপডেট: ১৮ জুন ২০২৪ ১৭:১৭
বড় প্রত্যাশা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দলের সার্বিক পরিস্থিতিতে বড় প্রত্যাশা অবশ্য অমূলকই হতো! এ অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা। এরই মধ্যে সে লক্ষ্য পূরণ হয়েছে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ।
দ্বিতীয় পর্ব তথা সুপার এইটে প্রতিটি দলকেই খেলতে হবে তিনটি করে ম্যাচ। এ রাউন্ডের সবগুলো ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। শঙ্কার জায়গা সেখানেই।
জুন মাস ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টির মৌসুম। স্থানীয় আবহাওয়া অধিদফতর বলছে, জুনের শেষ ভাগে বৃষ্টির সম্ভবনা আছে ওয়েস্ট ইন্ডিজের আকাশে। সে হিসাবে বৃষ্টি নিয়ে বিড়ম্বনায় পড়তে পারে বাংলাদেশের ম্যাচগুলো।
‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তিন প্রতিপক্ষ— অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, ভেন্যু অ্যান্টিগা। ম্যাচের দিন সেখানে বৃষ্টির সম্ভবনা আছে।
২৪ জুন অ্যান্টিগাতেই ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এই ম্যাচের দিনও বৃষ্টির সম্ভবনা দেখছে স্থানীয় আবহাওয়া অফিস। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দিন সেন্ট ভিনসেন্টেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
আবহাওয়া অফিসের এসব পূর্বাভাস সত্যি হলে বাংলাদেশের সুপার এইটের তিনটি ম্যাচই ভেসে যেতে পারে বৃষ্টিতে! ক্রিকেটার বা ভক্তদের কেউই নিশ্চয় সেটি চাইবেন না।
এবারের বিশ্বকাপে অবশ্য বৃষ্টি ভোগাচ্ছে নিয়মিতই। এমনিতেই বিশ্বকাপে রান উঠছে না। নিয়মিত বৃষ্টির আগমন আরও বড় সমস্যার কারণ হচ্ছে। বৃষ্টির কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বেশ কয়েকটি ম্যাচ কার্টেল ওভারেও অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলা/এসএইচএস