Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ যারা, যেখানে খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ১৭ জুন ২০২৪ ১৭:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম নিয়ে দুশ্চিন্তা মাথায় বাসা বাধে বাংলাদেশের। আদৌ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে জায়গা করে নিতে পারবে তো বাংলাদেশ? তবে মূল টুর্নামেন্ট শুরু হতেই বদলে যায় বাংলাদেশের চিত্র। শ্রীলংকাকে হারিয়ে শুরু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হার। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে শেষ আটে বাংলাদেশ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে তিন ম্যাচে জয়ের কৃতিত্ব গড়েছে টাইগাররা। শেষ ম্যাচে নেপালকে মামুলি টার্গেট দিয়েও ২১ রানে ম্যাচ জিতে নেয় শান্ত বাহিনী।

৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুয়ে আছে লাল-সবুজ জার্সিধারীরা। তাই প্রোটিয়াদের সঙ্গী হয়ে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।
সুপার এইটে গ্রুপ-১’এ খেলবে লাল-সবুজরা। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরো আছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

২১ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে আরও দুই দিন পর। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

২২ জুন, প্রতিপক্ষ ভারত

একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

২৫ জুন, প্রতিপক্ষ আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এ মাঠেই গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ-২-এ আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট যাত্রা শুরু করবে বাংলাদেশ। সকাল সাড়ে ৬টায় অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে। পরের ম্যাচ পরদিন (২২ জুন) রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা।

বিজ্ঞাপন

শেষ ম্যাচে (২৫ জুন) সকাল সাড়ে ৬টায় শান্তদের প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ সুপার এইট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর