ব্রাজিলের কোনো খেলাই দেখবো না: রোনালদিনহো
১৫ জুন ২০২৪ ১৫:৫৪
২০২১ কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ানো। এরপর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। সবমিলিয়ে সময়টা মোটেও ভালো কাটছে না ব্রাজিলের। ২০২৪ কোপা আমেরিকা কড়া নাড়ছে দরজায়। সেই টুর্নামেন্টে অংশগ্রহণের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গেও জিততে পারেনি ব্রাজিল। এসব কিছু দেখেই দলের ওপর ক্ষুদ্ধ কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।
ব্রাজিল দলের ওপর এতটাই ক্ষোভ রোনালদিনহোর যে এবারের কোপা আমেরিকায় দলটির একটিও ম্যাচ দেখবেন না বলে জানিয়ে রেখেছেন। দলের হতাশাজনক পারফরম্যান্স হতাশ করেছে দিনহোকে। এক সাক্ষাৎকারে রাগ-ক্ষোভ সবটা উগড়ে দিয়েছেন ব্রাজিলের বিশ্বজয়ী তারকা।
শুক্রবার সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আমি ব্রাজিলের কোন খেলাই দেখবো না। বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তাদের মধ্যে জেদ নেই, আবেগ নেই, ভালো খেলার ইচ্ছাও নেই।’
কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে তারা। যেখানে ৫টি জয়ের বিপরীতে হেরেছেও ৫টিতে। ড্র করেছে ৩টি ম্যাচ।
এবারের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে অবস্থান করছে ব্রাজিল। আগামী সোমবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে সেলেসাওরা।
সারাবাংলা/এসএস