যেভাবে শ্রীলংকার মিডল অর্ডার ধসিয়ে দিলেন রিশাদ
৮ জুন ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ৮ জুন ২০২৪ ১৫:৩০
ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে রিশাদ হোসেন বল ফেলেছিলেন লেগ স্ট্যাম্পের বাইরে। সেটা কয়েক ডিগ্রি বাঁক খাওয়ার পর হাসারাঙ্গার ব্যাট ছুয়ে বলে চলে গেল স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে, আউট! একজন বাংলাদেশি লেগস্পিনার এমন দাপুটে শেষ কবে উইকেট নিয়েছেন বলা মুশকিল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রিশাদ আজ দাপট দেখিয়েছেন পুরো ম্যাচেই।
শ্রীলংকার বিপক্ষে দারুণ কাঙ্খিত এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তিন উইকেট নিয়ে এই জয়ের নায়ক রিশাদ হোসেন। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছিল শ্রীলংকা। উইকেট হাতে রেখে শেষ কয়েক ওভারে রান বাড়িয়ে নিবেন, এমন পরিকল্পনাই নিশ্চয় ছিল লংকানদের। কিন্তু রিশাদের লেগস্পিনে সেই পরিকল্পনা পুরো ভেস্তে গেছে।
১৫তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে লংকান মিডল অর্ডার রীতিমতো ধসিয়ে দিয়েছেন রিশাদ। প্রথম স্পেলে ২ ওভারে ১৬ রান খরচ করে উইকেটশূন্য থাকা রিশাদ দ্বিতীয় স্পেলে এসে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নিয়েছেন তিনটি উইকেট! তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। রিশাদের তিন উইকেটের মধ্যে দুই সেট ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আশালাঙ্কার সঙ্গে শ্রীলংকার সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটার হাসারাঙ্গার ওই উইকেটটিও ছিল।
রিশাদের ওই জাদুকরি স্পেলের কারণেই ১২৪ রানে আটকে যায় শ্রীলংকা। পরে নানান নাটকীয়তায় ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে রিশাদের হাতেই।
বাংলাদেশি কোনো লেগস্পিনার সর্বশেষ কতদিন আগে এমন দাপট দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সেটা মনে করা কঠিন! আজ রিশাদ বুঝিয়ে দিলেন একজন লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের যে হাহাকার সেটা মিটিয়ে দিতেই এসেছেন তিনি!
ম্যাচ শেষে রিশাদ বলছিলেন, বেশিকিছু করতে না গিয়ে নিজের শক্তির জায়গাতেই অটুট ছিলেন তিনি। সাফল্য পেয়েছেন তাতেই, ‘আমি সেরাটা দেওয়া চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি। হ্যাটট্রিক ডেলিভারির সময় স্বাভাবিক থাকার চেষ্টা করেছি এবং ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করেছি।’
সারাবাংলা/এসএইচএস