Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিশ্বকাপ: চমক থাকছে প্রথম ম্যাচের একাদশে?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৪ ২১:৫৭ | আপডেট: ৭ জুন ২০২৪ ২২:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে সেই ২ জুন। কিন্তু বাংলাদেশের এখনো মাঠে নামা হয়নি। নাজমুল হোসেন শান্তর দলের অপেক্ষা ঘুচছে আগামীকাল। কাল সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। মুখোমুখি হওয়ার আগে দুই দলই ব্যাকফুটে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেছে শ্রীলংকা। অপর দিকে বাংলাদেশও স্বাচ্ছেন্দে নেই। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দল হিসেবে বাংলাদেশ ভালো খেলছে না অনেকদিন যাবতই। টপ অর্ডারের ভণ্ডুল দশা অনেকদিনের।

বিজ্ঞাপন

এমন অবস্থায় শ্রীলংকার বিপক্ষে কেমন একাদশ বেছে নেবে বাংলাদেশ? চলুন আলোচনা করা যাক-

একটা সময় বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ লিটন দাস রান খরায় ভুগছেন অনেকদিন যাবত। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বারবার বাজেভাবে আউট হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও সফল হতে পারেননি। রান পাননি ভারতের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অফ ফর্মে থাকা এই লিটনকে হয়ত একাদশে নেওয়ার ঝুঁকি নেবে না বাংলাদেশ। সে হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তরুণ তানজিদ হাসান তামিমকে। তিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, চারে তাওহিদ হৃদয়, পাঁচে সাকিব আল হাসান, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে জাকের আলী অনেকটাই নিশ্চিত।

বোলিংয়ে দুই পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। কারণ ডালাসের পিচে স্পিনাররা বাড়তি সুবিধাই পাচ্ছেন। সে হিসেবে সাকিবের সঙ্গে লেগস্পিনার রিশাদ ও অফ স্পিনার শেখ মাহেদিকে দেখা যেতে পারে একাদশে।

বিজ্ঞাপন

পেস ডিপার্টমেন্ট নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশের। নতুন বলে দারুণ ফর্মে থাকা শরিফুল ইসলাম ইনজুরির কারণে এই ম্যাচে খেতে পারছেন না। তারকা পেসার তাসকিন আহমেদও সবে চোট কাটিয়ে ফিরলেন। ফলে চোট ফেরত তাসকিনকে মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নাও নিতে পারে বাংলাদেশ।

সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে তানজিম হাসান সাকিবের। মোস্তাফিজের সঙ্গে চোট ফেরত তাসকিন অথবা তানজিম হাসান সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর