না খেলেও র্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
৫ জুন ২০২৪ ২৩:৩৩ | আপডেট: ৫ জুন ২০২৪ ২৩:৩৫
বিশ্বকাপের আগে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তারপর বাংলাদেশ ম্যাচ খেলেনি। তবুও কদিন পর আবারও শীর্ষে ফিরলেন সাকিব। সাকিবকে হটিয়ে শীর্ষস্থান দখল করা ওয়েনিন্দু হাসারাঙ্গা পয়েন্ট হারিয়েছেন। মূলত সেই কারণেই আবারও শীর্ষস্থান ফিরে পেলেন বাংলাদেশি তারকা।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে শ্রীলংকা। ওই ম্যাচে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে নিস্প্রভ ছিলেন হাসারাঙ্গা। যাতে র্যাংকিংয়ের ছয়টি পয়েন্ট হারিয়েছেন লংকান তারকা। এতেই আবারও সাকিবের পেছনে পরে গেছেন তিনি।
বুধবার (৫ জুন) র্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। যাতে বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচের পারফরম্যন্স বিবেচনায় ধরা হয়েছে। ছয় রেটিং পয়েন্ট হারানো হাসারাঙ্গার পয়েন্ট এখন ২২২। আর বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ না খেলা সাকিবের রেটিং পয়েন্ট আগে থেকেই ছিল ২২৩।
সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব, হাসারাঙ্গার পর তিন নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। সাবেক আফগান অধিনায়কের রেটিং পয়েন্ট ২১২। সেরা পাঁচে এরপর যথাক্রমে- জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ পয়েন্ট), অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (২০৪)।
আগামী ৭ জুন বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ এবং হাসারাঙ্গার শ্রীলংকা। সেদিন দুই তারকা কেমন পারফরম্যান্স করেন তার উপর র্যাংকিংয়ের শীর্ষস্থান নির্ধারনও হয়ত নির্ভর করবে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিংয়ে সবার উপরে যথারীতি ভারতের সূর্যকুমার যাদব, আর বোলিংয়ে ইংল্যান্ডের আদিল রশিদ।
সারাবাংলা/এসএইচএস