Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে পৌঁছার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলবেন সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ১৭:৫৮ | আপডেট: ৩ জুন ২০২৪ ১৮:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে অবশ্য আরও কদিন পর। ৭ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ দলের অবস্থা খুব একটা সুখকর নয়। কদিন আগে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তারপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অনেকদিন যাবত টপ অর্ডারের ব্যর্থতা বিশ্বকাপের আগে যেন আরও ঘনিভূত হয়েছে! এই দল বিশ্বকাপে কতদূর যাবে তা নিয়ে সন্দিহান অনেকে। তবে সৌম্য সরকার বড় স্বপ্নই দেখছেন।

বিজ্ঞাপন

সৌম্য বলেছেন, ব্যক্তিগতভাবে বিশ্বকাপে বড় স্বপ্নই থাকবে তার। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছার স্বপ্ন নিয়েই খেলবেন তিনি।

বিশ্বকাপের আগে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ধারাবাহিকভাবে ভিডিও অভিব্যক্তি প্রকাশ করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সৌম্য সরকারের অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে।

রেকর্ডিং সেই ভিডিওতে সৌম্য বলছিলেন, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’

সৌম্য বলেছেন, এবারের বিশ্বকাপে স্মরণীয় কিছু করতে চান তিনি, ‘খেলোয়াড় হিসেবে যেকোন বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তার নেতৃত্বে যদিও ধুকেছে দল তবে সৌম্যর প্রত্যাশা, বিশ্বকাপে শান্তির নেতৃত্বে ভালো করবে বাংলাদেশ।

বলেছেন, ‘শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

সৌম্য সরকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর