Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যতদিন আর্জেন্টিনা চাইবে ততদিন থাকবেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৪ ১৫:১০ | আপডেট: ৩ জুন ২০২৪ ১৫:১১

গেল বছরের শেষ দিকে আর্জেন্টিনা জাতীয় দলের ডাগ আউট ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। তিনি আর এই পদে কাজ করার প্রেরণা পাচ্ছিলেন না বলে সে সময় জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মত বদলান বিশ্বকাপজয়ী কোচ। কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবার জানালেন এই পদে তাকে দেখা যাবে লম্বা সময়।

স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যতদিন চাইবে, তিনি ততদিনই থাকবেন। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর নিজের আগামী নিয়ে অনিশ্চয়তার কথা বলেন স্কালোনি। জানুয়ারিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালানোর সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার আগে এবার ৪৬ বছর বয়েসী কোচ জানান তিনি থাকছেন লম্বা সময়, ‘আমার বছরটা (২০২৩) ভালো যাচ্ছিলো না, মনে হয়েছিলো থামা উচিত। গত নভেম্বরে সমস্ত প্রাণশক্তি নিয়ে এগুনোর অবস্থায় ছিলাম না। যত দিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন এখানে কোচ হিসেবে আমি থাকব।’

কোপা আমেরিকায় অংশগ্রহণের আগে দল নিয়েও কথা বলেছেন স্কালোনি। জানিয়েছেন মেসির ফিটনেসের খবর। পাওলো দিবালাকে স্কোয়াডে না রাখার কৈফিয়তও দিয়েছেন এই কোচ।

স্কালোনি বলেন, ‘মেসি একদম ফিট আছে, সে অনুশীলনে যোগ দেবে। দিবালা আমাদের প্রিয় একজন। তবে বরাবরই বলি দল আগে, বর্তমানে কিছু পজিশনে আমাদের সমস্যা আছে। তাই তাকে যুক্ত করিনি। কষ্ট হলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

আগামী ২০ জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর