Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবুও গর্বিত ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৪ ১৯:০০

ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছোঁয়া হলো না বুরুশিয়া ডর্টমুন্ডের। তবে দলের পারফরম্যান্সে গর্বিত ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেইল।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ডর্টমুন্ড। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে হলুদবাহিনী। তবে শেষটা টানতে পারছিল না কিছুতেই। অন্যদিকে প্রথমার্ধে কোণঠাসা হয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দানি কার্ভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ১৫তম বারের মতো শিরোপা জেতে রিয়াল।

বিজ্ঞাপন

ম্যাচের ১৪তম মিনিটে ইউনিয়াল ব্রান্ডট হাতছাড়া করেন প্রথম সুযোগ। ২১তম মিনিটে থ্রু বল ধরে গোলরক্ষক থিবো কর্তোয়াকে একা পেয়েও শট নিতে পারেননি কারিম আদেইয়েমি। দুই মিনিট পর নিকলাস ফুলকার্গ শট কোর্তোয়াকে ফাঁকি দিয়ে লাগে পোস্টে। প্রথমার্ধের বাকি সময়েও চলতে থাকে আক্রমণের তোড়। কিন্তু কিছুতেই রিয়ালের জাল খুঁজে নিতে পারেননি ডর্টমুন্ডের ফুটবলাররা।

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসেও হাতছাড় করে হতাশ ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর। তবুও দলের এমন পারফরম্যান্সে গর্বিত তিনি বলেন, ‘আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে, প্রায় নিঁখুতের কাছাকাছি। গোল পেলে নিখুঁত হতো৷ আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আমার মতে এটি নেতিবাচক দিক। দিন শেষে আমরা দেখলাম ফাইনালে কতটা ভালো খেলতে পারে রিয়াল মাদ্রিদ এবং আদর্শ পরিস্থিতিতে কীভাবে ফল বের করতে পারে।’

কেইল আরও বলেন, ‘আমাদের জন্য যত কঠিনই হোক, তারা ম্যাচের গতিবিধি বদলাতে সমর্থ ছিল। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম এবং হয়তো প্রাপ্যও ছিলাম। তবু আমরা এখনও নিজেদের অর্জন নিয়ে গর্ব করতেই পারি।’

বিজ্ঞাপন

একাবিংশ শতাব্দীতে এই নিয়ে দুইবার ফাইনাল খেলে দুটিতেই হারের মুখ দেখতে হলো ডর্টমুন্ডকে। ২০১৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। আর ২০২৪ সালে এসে হারতে হলো রিয়ালের কাছে। এর আগে ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল ডর্টমুন্ড।

এ নিয়ে টানা তিন মৌসুম ধরে কোনো শিরোপা জিততে পারেনি ডর্টমুন্ড। তবু তীব্র সমর্থন পাওয়ায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলের ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তিনি বলেন, ‘এটি খুবই বেদনাদায়ক যে খুব ভালো খেলেও আমরা ২-০ গোলে পরাজয় নিয়ে বাড়ি ফিরছি। এটি মর্মান্তিক। তবে ফুটবলে সবসময় ভালো দলই জেতে না। সমর্থকরা আজকে দুর্দান্ত ছিল। তারা ওয়েম্বলিতে ও ডর্টমুন্ডে অসাধারণ সমর্থন দিয়েছে। গত বছর তারা একবার শিরোপার কাছে গিয়েও হতাশায় ভুগেছে। এবার এটি। তবে এটা বলতে পারি, আমরা সমর্থকদের জন্য শিরোপা জিতব এবং উদযাপন করব।’

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ বনাম বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর