Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার জীবনের সেরা রাত: বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৪ ১৪:০৮

এক মৌসুম হলো রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুড বেলিংহাম। এর মধ্যেই লা লিগা জিতে ব্যক্তিগতভাবে অর্জন করেছেন লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে সামনে হাতছানি দিচ্ছিল ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। দিন শেষে নিজের সাবেক ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেটিও জিতে নিলেন ২০ বছর বয়সী ইংলিশ তরুণ জুড বেলিংহাম। আর নিজের দেশে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে বললেন, তার জীবনের সেরা রাত এটিই।

বিজ্ঞাপন

প্রথম মৌসুমেই পেলেন প্রায় সবকিছু। স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন আগেই, এরপর জিতলেন লা লিগা, এবার উঁচিয়ে ধরলেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। স্বপ্ন পূরণের আনন্দাশ্রু তাই আটকে রাখতে পারলেন না এই তরুণ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবারের ফাইনালে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ইউরোপ সেরার আসরে ১৫তম শিরোপা জিতে নেয় রিয়াল।

টিএনটি স্পোর্টসে ম্যাচ শেষের প্রতিক্রিয়া দেওয়ার সময় উচ্ছ্বাসের ঢেউ তাই অশ্রু হয়ে ঝরতে লাগল ২০ বছর বয়সী এই ফুটবলারের চোখের কোণা দিয়ে। বললেন, জীবনের সেরা রাত-এমন অনুভূতির খেলা চলছে তার মনের গহীনে।

বেলিংহাম বলেন, ‘আমি সবসময় এই ম্যাচগুলো খেলার স্বপ্ন দেখেছি। জীবনের পথচলায় অনেক মানুষ বলবে, এমন কিছু করতে পারবে না। মাঝেমধ্যে সবকিছু কঠিন হয়ে পড়ে যখন মনে ভাবনা আসে, এত কষ্টের কি মানে আছে। তবে, আজকের মতো রাত সবকিছু অর্থবহ করে তোলে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা-মায়ের মুখ দেখার আগপর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। অনেক রাত গেছে, তারা হয়তো সাতটার দিকে বাড়িতে থাকতে পারতেন; কিন্তু ১১-১২টার দিকেও আমাকে তারা ফুটবল মাঠে নিয়ে যেতেন। আমার ছোট ভাইও এখানে আছে, আমি তার জন্যও আদর্শ হতে চাই। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, আমার জীবনের সেরা রাত।’

রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে অভিষেক মৌসুমেই তিনটি শিরোপা জয়, লা লিগায় দলের সর্বোচ্চ গোলদাতা এবং লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি-এত এত অর্জন অবিশ্বাস্য ঠেকছে বেলিংহামের।

এই বিস্ময়ে তিনি বলেন, ‘নিখুঁত মৌসুম! এর চেয়ে ভালো কিছুর স্বপ্ন আমি দেখতে পারতাম না। আমার সতীর্থ, আমার পরিবার, এই দৃশ্যের পেছনের দল-ফিজিও এবং বাকি সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি। দারুণ দলীয় প্রচেষ্টার ফল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর