Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া-পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ২০:১৬ | আপডেট: ২৯ মে ২০২৪ ২২:৫৫

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্য দলগুলোর মতো বাংলাদেশ জাতীয় দলও তাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এই সময়ে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটও নেই। তবু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যবস্তার শেষ নেই। বাংলা টাইগার ও এইচপি টিমের অনুশীলন চলছে প্রতিদিন। এই ক্রিকেটারদের সামনে ব্যস্ত সূচি।

তিন তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি এইচপি দল। এর মধ্যে একটা সিরিজ হবে বাংলাদেশে। তার আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানে সিরিজ খেলবেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

আগামী জুলাইয়ে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া যাবে এইচপি ইউনিট। এইচপি দলে এখন যেহেতু বয়সের বাঁধা নেই ফলে ‘এ’ দলের ক্রিকেটাররাও খেলবেন এই সিরিজে। এরপর আগস্টে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবেন জুনিয়র টাইগাররা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এইচপি ও টাইগার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের “এ” দলের জন্য আলাদাভাবে অনুশীলন আয়োজন করতে হচ্ছে না। আমরা অনেক বেশি খেলোয়াড়কে মধ্য থেকে “এ” দলটা সাজাতে পারব। জাতীয় দলের যেমন খেলা রয়েছে, “এ” দলেরও খেলা থাকবে। ঘরোয়া মৌসুমের পর আরেকটি ঘরোয়া মৌসুম শুরু হলেও আমাদের এই তিনটা দল খুব ব্যস্ত থাকবে।’

পরে আব্দুর রাজ্জাক যোগ করেন, ‘এ বছর আমাদের তিনটি “এ” দলের সিরিজ রয়েছে। বাংলাদেশে, অস্ট্রেলিয়ায় ও পাকিস্তানে। আরেকটা হবে ইমার্জিং এশিয়া কাপ। যেহেতু যেখানে বয়সের কোনো বাধা নেই, আমরা চেষ্টা করব “এ” দলের খেলোয়াড়েরা যেন লঙ্গার ভার্সনে খেলে।’

বিজ্ঞাপন

জুলাইয়ে বিসিবি এইচপি দল যখন অস্ট্রেলিয়া সফর করবে তখন পাকিস্তান ‘এ’ দলও অস্ট্রেলিয়া সফর করবে। ফলে বিসিবি এইচপি, পাকিস্তান ‘এ’ ও অস্ট্রেলিয়ার স্থানীয় একটা দল নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চিন্তাও করা হচ্ছে। টুর্নামেন্টটা হতে পারে ওয়ানডে অথবা টি-টোয়েন্টির।

আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি ক্রিকেটাররা যে চার দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এটাকে বড় পাওয়া মনে করছেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে, এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়ায় যেহেতু আমরা অনেক বছর টেস্ট খেলিনি, এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা সহজ হবে।’

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর