বরখাস্ত হয়েও বার্সাকে নিয়ে জাভির আবেগঘন বার্তা
২৫ মে ২০২৪ ০১:৩১
মৌসুমের মাঝপথেই ডুবতে থাকা বার্সেলোনার ডাগ আউটের দায়িত্ব কাঁধে তুলে নেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। নিজের প্রথম পূর্ণ মৌসুমেই রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ লা লিগার শিরোপাও পুনরুদ্ধার করে কাতালান ক্লাবটি। তবে দ্বিতীয় মৌসুমে এসেই শুরু টানাপোড়েনের। ২০২৩/২৪ মৌসুমের মাঝপথেই জানিয়ে দেন চলতি মৌসুম শেষেই ছাড়বেন ক্লাব। তবে এরপর পাল্টে যায় দৃশ্যপট। আগের সিদ্ধান্ত বদলে বার্সেলোনার কোচের দায়িত্বের মেয়াদ পুরণের সিদ্ধান্ত জানালেন জাভি।
সমর্থক থেকে শুরু করে ক্লাবের কর্তৃপক্ষও আনন্দে ভাসলেন সেই সিদ্ধান্তে। তবে সেই সিদ্ধান্তের মাস পূরণ না হতেই বরখাস্ত হতে হলো জাভিকে। নাটকীয়ভাবেই শেষ হলো জাভির বার্সা অধ্যায়। ৪৪ বছর বয়সী জাভির সাথে বার্সা চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। তবে বরখাস্ত হয়েও জাভি ক্লাব ও সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন। বলেছেন, আগামী রোববার থেকে ক্যাম্প ন্যু’র গ্যালারিতে তার উপস্থিতি হবে কেবলই একজন বার্সেলোনা সমর্থকের মতো।
রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাভি হার্নান্দেজের বার্সেলোনা অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। খেলোয়াড় হিসেবে মুঠো ভরে দিয়েছেন, কোচ হিসেবেও এনে দিয়েছেন সাফল্য, বিদায় বেলায় সম্মান, শ্রদ্ধা প্রাপ্য ছিল জাভির। অন্তত বিদায়ের প্রক্রিয়াটা হতে পারত বিতর্কমুক্ত। তাও হয়নি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সেভিয়া কোচ কিকে সানচেস ফ্লোরেস।
তবে জাভি ক্লাবের প্রতি কোনো রাগ ক্ষোভ দেখাননি। বরংচ সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিই তিনি আওড়েছেন ইনস্টাগ্রাম বার্তায়।
জাভি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে (ডাগআউটে) আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি…আমি খুবই গর্বিত।’
‘সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন, ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একইরকম ভালোবাসা দিয়েছেন। রোববার থেকে স্ট্যান্ডে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা এখন অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর কাম্প নউয়ের স্ট্যান্ডে (আমি এভাবেই থাকব)। কেননা, খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই।’
ক্লাবে তার খেলোয়াড়, কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানাতে ভুলেননি জাভি। তিনি বলেন, ‘দারুণ সব স্টাফদের নিয়ে এক দল গ্রেট খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি। যে লক্ষ্য ছিল, গত বছর লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়, তা অর্জিত হওয়ায় সবাইকে ধন্যবাদ। এই মৌসুমে যেভাবে চেয়েছিলাম, বিষয়গুলো সেভাবে হয়নি; কিন্তু আমাদের এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না এবং যেটি বার্সেলোনা সমর্থকদের উজ্জীবিত করে, সেই লা মাসিয়ায় নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সাহায্য করতে হবে।’
মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা থেকে সরে আসার পর রিয়াল ১৬ মে সাংবাদিকদের সামনে ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করেন। জাভি সেদিন বলেছিলেন, ক্লাবের আর্থিক দ্বৈন্য দশার কারণে রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা খুবই কঠিন হবে। গণমাধ্যমের খবর, এতেই নাকি কোচের ওপর চটে যান লাপোর্তা। এরপরেই শুরু হয় জাভিকে বরখাস্ত করার গুঞ্জন।
এভাবে অপমানিত হওয়ার পরেও জাভি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, ক্লাবের কর্মরত সবাই, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে আমি আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি, সবাইকে ধন্যবাদ। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।’
সারাবাংলা/এসএস