যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকে রাখল বাংলাদেশ
২৩ মে ২০২৪ ২২:৫৯ | আপডেট: ২৪ মে ২০২৪ ০১:৪৪
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কারণ সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরেছে টাইগাররা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ বোলিংটা বেশ ভালোই হলো বাংলাদেশের।
প্রথমে বোলিং করে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার (২৩ মে) টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি বোলাররা শুরুতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেননি। তবে স্বাগতিকদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা।
দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব নতুন বলে হিসেবি বোলিং করেছেন। সপ্তম ওভারে রিশাদ হোসেন পরপর দুই বলে দুই উইকেট নিয়ে চাপে ফেলেন যুক্তরাষ্ট্রকে।
এরপর অ্যারন জোন্স ও অধিনায়ক মানাঙ্ক প্যাটেল ৬০ রানের শক্ত একটা জুটি গড়েন। নিচের দিকে গত ম্যাচের নায়ক কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং এর মতো ব্যাটার ছিলেন বলে মনে হচ্ছিল বড় স্কোরই হয়ত পাবে যুক্তরাষ্ট্র। কিন্তু জেন্স-প্যাটেল জুটি ভাঙ্গতেই আলগা হয়ে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ।
শেষদিকে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা দারুণ বোলিং করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমেছে যুক্তরাষ্ট্র। দলটির পক্ষে অধিনায়ক মানাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৪টি বা ১টি ছয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন। অ্যারন জোন্স দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেছেন ৩টি চার ১টি ছয়ে। এছাড়া ওপেনার স্টিভেন টেলর ২৮ বলে ৩১ রান করেছেন।
বাংলাদেশের হয়ে ২১ রানে ২উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ৩৫ রানে ও শরিফুল ইসলাম ২৯ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস/এসএস