সাইফউদ্দিন যে কারণে বিশ্বকাপ দলে নেই
১৪ মে ২০২৪ ১৫:২১ | আপডেট: ১৪ মে ২০২৪ ২০:৩৯
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের না থাকা নিয়ে। সাইফের বদলে আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
অভিজ্ঞতার হিসেবে সাইফউদ্দিন অনেকটা এগিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্সের দিক দিয়েও এগিয়ে ছিলেন সাইফউদ্দিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। তানজিম সাকিব দুই ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ১টি। গত বিপিএলে সাইফউদ্দিন নিয়েছেন ১৫ উইকেট। সাকিবের শিকার ১১টি। তারপরও বিশ্বকাপ দলে সাইফের বদলে সাকিব কেন?
৩০ এপ্রিল আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে সেখানে ছিল সাইফউদ্দিনের নাম। শেষ মুহূর্তে কেন সাইফের নাম কাটা পরল? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাখ্যা, বিশ্বকাপে সাইফউদ্দিনের মতো কম গতির বোলারের চেয়ে বেশি গতির একজন জেনুইন পেসারই চেয়েছেন তারা।
দল ঘোষণার পর সাইফউদ্দিনের না থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘সবাই খুব কাছাকাছি লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম ৩০ তারিখে, সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দুটো চিন্তা ছিল। আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা। আর একটা চিন্তা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা, যেমন সাইফউদ্দিন কেমন করে, তা দেখা। আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফউদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল। এ জন্য ওকে আমরা দলে রেখেছি।’
ডেথ ওভারে বোলিংয়ের সামর্থ বিবেচনা করে সাইফুউদ্দিনের বদলে তানজিম সাকিবকে বেছে নেওয়া হয়েছে সেই আভাসও দিলেন প্রধান নির্বাচক।
তিনি বলেন, ‘সাকিবকে (তানজিম হাসান) শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফউদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম, সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে।’
সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিনকে ভালোভাবে পরখ করা হয়েছে বলেছেন গাজী আশরাফ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে, তা দেখতে হবে। সাইফউদ্দিনকে যে জায়গায় দরকার হতো, সেটা পরখ করে দেখেছি। শেষ দুটি ম্যাচে দুজন পেসার নিয়ে খেলেছি। সেখানে সাইফউদ্দিন কিছু কিছু জায়গায় আস্থার প্রতিদান দিতে পারেনি।’
সারাবাংলা/এসএইচএস