৪-১ ব্যবধানে সিরিজ জিতেও আক্ষেপ
১২ মে ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ১২ মে ২০২৪ ১৭:৪২
আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটা ৪-১ ব্যবধানে শেষ করল বাংলাদেশ। খালি চোখে তাকালে বিশ্বকাপের আগ মুহূর্তে চমৎকার ফলাফল। কিন্তু বাস্তবে ভাবনার কারণ আছে অনেক। বিশেষ করে ব্যাটিংয়ে। সিরিজের কোনো ম্যাচেই স্বাচ্ছেন্দে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ।
গত ম্যাচে যেমন ওপেনিং জুটিতে ১০১ রান উঠার পরও টাইগাররা শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৪৩ রানে। আজ শুরুটা ভালো হয়নি। ১৫ রানে পরেছে তিন উইকেট। গত ম্যাচের ১০১ রানের ওপেনিং জুটিটা বাদ দিলে পুরো সিরিজেই ভুগেছে টপ অর্ডার ব্যাটিং।
টানা ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদই পরেছেন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রান পাননি। শেষ দুই ম্যাচ খেলা সাকিব আল হাসানও রান পাননি। বিশ্বকাপের আগে এমন ব্যাটিং ইউনিট নিশ্চয় চিন্তার। আজ ম্যাচ শেষে তাই ‘উন্নতির’ কথাই বলতে হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
শান্ত বলেন, ‘যেভাবে সিরিজ খেলেছি, তাতে (মনে হয়েছে) অনেক উন্নতির সুযোগ আছে। আমরা আজ ভালো শুরু করিনি। তবে মাঝে ভালো করেছি। বিশ্বকাপে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। প্রস্তুতির জন্য এখনো তিন ম্যাচ বাকি আছে।’
পাঁচ ম্যাচের সিরিজে ১৬.২০ গড়ে ৮১ রান করেছেন শান্ত। তার মধ্যে আজ করেছেন ৩৬ রান। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে আরও দু–একটি ম্যাচ জিততে চাইতাম। তবে আমাদের দলটা তরুণ। শেষ পর্যন্ত একটা জয় নিয়ে যেতে পারছি। আগেও বলেছিলাম, দলে আমি অবদান রাখতে পারছিলাম না। আজ পেরেছি। ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও দলকে নিয়ে আমি অনেক গর্বিত।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস