পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
১২ মে ২০২৪ ০৯:৪৭ | আপডেট: ১২ মে ২০২৪ ১২:১১
জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
তিন পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন একাদশে। তার সঙ্গে একাদশে ঢুকেছেন সাইফউদ্দিন ও শেখ মাহেদি।
এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পরেছেন দুই পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান ও স্পিনার তানভির ইসলাম। অফ ফর্মে থাকা অভিজ্ঞ ওপেনার লিটন দাস আজও একাদশের বাইরে।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলে জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদি, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস